Image description

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীতে আন্দোলন জোরদার করেছেন সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। সায়েন্সল্যাব মোড় অবরোধের পর এবার টেকনিক্যাল মোড় সড়ক অবরোধ করেছেন আন্দোলনকারীরা। এতে রাজধানীর এই দুই গুরুত্বপূর্ণ এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টা ১০ মিনিটের দিকে বাংলা কলেজের শিক্ষার্থীরা টেকনিক্যাল মোড়ে অবস্থান নেন এবং সড়ক অবরোধ শুরু করেন। এ সময় তারা ‘সেন্ট্রাল সেন্ট্রাল’, ‘গোলামি না আজাদি, আজাদি আজাদি’, ‘দালালি না রাজপথ’, ‘আপস না সংগ্রাম’, ‘শিক্ষা নাকি সিন্ডিকেট’, ‘টালবাহানা বন্ধ কর, অধ্যাদেশ জারি করো’—সহ বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিতব্য উপদেষ্টা পরিষদের সভায় অবশ্যই ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’-এর হালনাগাদ খসড়ার অনুমোদন দিতে হবে। একই সঙ্গে রাষ্ট্রপতির মাধ্যমে চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে।

মিরপুর ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) তালুকদার বলেন, শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিকল্প সড়ক ব্যবহার করে ডাইভারশন দেওয়া হচ্ছে। গাবতলীর মাজার রোড ও মোহাম্মদপুর এলাকা দিয়ে যান চলাচল সচল রাখার চেষ্টা চলছে।

এর আগে মঙ্গলবার ‘সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন’-এর পক্ষ থেকে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দাবি আদায়ের লক্ষ্যে বুধবার বেলা ১১টা থেকে রাজধানীর সায়েন্সল্যাব, টেকনিক্যাল মোড় ও তাঁতীবাজার মোড় অবরোধ করা হবে।

শিক্ষার্থীরা বলেন, গত ৭ ও ৮ ডিসেম্বর শিক্ষা ভবনের সামনে টানা অবস্থান কর্মসূচির সময় শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে জানুয়ারির প্রথম দিকেই অধ্যাদেশ জারির আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত কোনো অগ্রগতি না হওয়ায় তারা বাধ্য হয়ে কঠোর কর্মসূচিতে নেমেছেন।

মানবকণ্ঠ/আরআই