Image description

রাজধানীর উত্তর বাড্ডায় চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে গুলির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দুপুরের এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী কার্যালয়ে গুলি করা হয়েছে। বাড্ডা থানা পুলিশও এই খবর পেয়ে আফতাব নগরে এনসিপির কার্যালয়ে ছুটে যায়। তখন পুলিশ নিশ্চিত হয়, সেখানে কোনো গুলির ঘটনা ঘটেনি। উত্তর বাড্ডায় যেখানে গুলি হয়েছে তার পাশে এক সময় এনসিপির কার্যালয় ছিল।

পুলিশ জানায়, রয়েল মিশন বিল্ডার্স নামে একটি আবাসন প্রতিষ্ঠান উত্তর বাড্ডায় একটি বহুতল ভবন নির্মাণ করছে। মঙ্গলবার দুপুরে ৫-৬ জন দুর্বৃত্ত ওই নির্মাণাধীন ভবনে গিয়ে প্রতিষ্ঠানের ব্যবস্থপনা পরিচালকের খোঁজ করেন। তাকে না পেয়ে তার কর্মচারীদের হুমকি দিয়ে দুর্বৃত্তরা বলেন, তাদের যে চাহিদা সেটা যেন আবাসন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ঠিকঠাক দিয়ে দেন। বিষয়টি ব্যবস্থাপনা পরিচালককে জানাতে বলা হয়। এরপর তারা যাওয়ার সময় দুই রাউন্ড গুলি করে।

বাড্ডা থানার ওসি কাজী মো. নাসীরুল আমীন বলেন, গুলির ঘটনায় মামলা হয়নি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।