রাজধানীর খিলগাঁও এলাকায় একটি নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে ১২ বছর বয়সী সালমান নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, শিশুটিকে পথশিশু হিসেবে শনাক্ত করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে রংধনু বিল্ডার্সের ১০ তলা নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা জায়গা থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
খিলগাঁও থানার উপপরিদর্শক মো. রেজাউল করিম বলেন, শিশুর মাথায় আঘাত ছিল এবং ধারণা করা হচ্ছে, রাতের যে কোনো সময়ে লিফটের ফাঁকা অংশ দিয়ে নিচে পড়ে মৃত্যু হয়েছে। এছাড়া, শিশুটির কোনো ঠিকানা পাওয়া যায়নি।
তিনি আরও জানান, ঘটনায় আরও তদন্ত চলছে।
মানবকণ্ঠ/আরআই




Comments