Image description

রাজধানীর বাড্ডা লিংক রোডে দুই বাসের প্রতিযোগিতার বলি হয়েছেন আবুল কাশেম আজাদ (৩৫) নামে এক বেসরকারি ব্যাংক কর্মকর্তা। মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাস্তা পারাপারের সময় ‘রাইদা’ ও ‘ভিক্টর’ পরিবহনের দুটি দ্রুতগামী বাসের মাঝে চাপা পড়েন তিনি।

গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আবুল কাশেম চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দা ছিলেন।

নিহতের সহকর্মীরা জানান, অফিস শেষ করে বাসায় ফেরার পথেই এই ভয়াবহ দুর্ঘটনার শিকার হন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট বাড্ডা থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে।

মানবকণ্ঠ/আরআই