Image description

পাবনা শহরের একটি বেসরকারি হাসপাতালে নারী রোগীকে যৌন হয়রানির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) মধ্যরাতে পাবনা শহরের সেন্ট্রাল হাসপাতালে এই ঘটনা ঘটে। পরে সকালে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন পাবনা সদর উপজেলার গাছপাড়া এলাকার আবুল হোসেন (৩০), ভাঙ্গুড়া উপজেলার আব্দুল্লাহ আল মামুন (২৪) ও পাবনা পৌর সদরের চক পৈলানপুর এলাকার মোত্তাকিন বিশ্বাস (৩৭)।

লিখিত অভিযোগে জানা গেছে, শনিবার রাতে পাবনা শহরের সদর হাসপাতাল সংলগ্ন সেন্ট্রাল হাসপাতালে এক রোগীর সিজারিয়ান অপারেশন করা হয়। অপারেশন শেষে রোগীকে ওয়ার্ডে নিয়ে যাওয়ার সময় হাসপাতালের এক কর্মী ওই নারী রোগীকে যৌন হয়রানির করে। এ নিয়ে ভুক্তভোগীর স্বজন পাবনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজের ছাত্র রেদোয়ান আহমেদের সঙ্গে প্রথমে হাসপাতালের কর্মচারীদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে কর্মচারীদের সঙ্গে বহিরাগতরা যোগ দিলে হাতাহাতির ঘটনা ঘটে। পরে রেদোয়ানের সহপাঠীরা এসে হাসপাতালে হামলা-ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, ভুক্তভোগী নারীর স্বামী মোমিন সরদার বাদী হয়ে রোববার সকালে একটি মামলা করেছেন। পরে হাসপাতালের তিন কর্মীকে গ্রেপ্তার করে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানে হয়েছে। 

তিনি আরও জানান, এই ঘটনার পর জেলা প্রশাসক ও সিভিল সার্জনের নির্দেশনায় হাসপাতালটির সব কার্যক্রম সাময়িক বন্ধ রাখা হয়েছে।