রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত শুটার জিনাতসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১১ জানুয়ারি) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
ডিএমপির উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, ডিবির বিশেষ অভিযানে এই চারজনকে গ্রেপ্তার করা হয়। ডিবি সূত্র নিশ্চিত করেছে যে, গ্রেপ্তারকৃতদের মধ্যে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত শুটার জিনাত এবং এই হত্যার পরিকল্পনাকারী হিসেবে সন্দেহভাজন বিল্লাল রয়েছে। এ বিষয়ে বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বিস্তারিত তথ্য তুলে ধরবেন।
গত বুধবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটের দিকে তেজগাঁওয়ের বসুন্ধরা সিটির পেছনে স্টার হোটেলের সামনে মোসাব্বিরকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন এবং পরে তার মৃত্যু হয়। এই হামলায় আবু সুফিয়ান নামে আরও একজন গুলিবিদ্ধ হন, যিনি বর্তমানে চিকিৎসাধীন। সুফিয়ান কারওয়ান বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক।
এই হত্যাকাণ্ডের ঘটনায় গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নিহতের স্ত্রী সুরাইয়া আক্তার বাদী হয়ে তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করা হয়েছিল।
নিহত আজিজুর রহমান মোসাব্বির বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অসংখ্য রাজনৈতিক মামলার শিকার হয়েছিলেন এবং দীর্ঘ সময় কারাগারে কাটিয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আবারও দলীয় রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছিলেন।
মানবকণ্ঠ/আরআই




Comments