‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ পরপর তিনটি সিনেমা দিয়ে গত বছরটা যেন নিজের করে নিয়েছেন শাহরুখ খান। এই বছরে তার কোন ছবি না থাকলেও বছর জুড়ে আলোচনায় ছিলেন তিনি। তবে এবার জানা গেল, আসছে বছরের শুরুতেই নিজের পরবর্তী ছবি ‘কিং’ এর শুটিং শুরু করবেন এই সুপারস্টার। যেখানে তার সঙ্গী হবেন কন্যা সুহানা খান।
বলিউড হাঙ্গামার একটি সূত্র জানিয়েছে, ২০২৫ সালের জানুয়ারিতেই ইউরোপে ‘কিং’ এর শুটিং শুরু করবেন শাহরুখ। এই মুহূর্তে ছবিটির জন্য নিজেকে প্রস্তুত করতে কসরতের পাশাপাশি অ্যাকশন সিকোয়েন্স নিয়েও কাজ করছেন শাহরুখ। সেই সঙ্গে ছবির স্ক্রিপ্ট নিয়েও ছবির পরিচালক সুজয় ঘোষ এবং প্রযোজনার দায়িত্বে থাকা সিদ্ধার্থ আনন্দের সঙ্গে আলোচনা করছেন।
এদিকে শোনা যাচ্ছে, ‘কিং’ ছবিতে শাহরুখ ও সুহানার পাশাপাশি ‘মুঞ্জ্যা’ ছবি খ্যাত তরুণ অভিনেতা অভয় ভার্মাকে নেওয়া হয়েছে। এছাড়াও ছবির মূল খলনায়কের চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৬ সালে মাঝামাঝি নাগাদ মুক্তি পাবে আসন্ন এই ছবি।- বলিউড হাঙ্গামা
Comments