পাকিস্তানি মডেল ও অভিনেত্রী সাঈদা ইমতিয়াজ সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে নিজ দেশের পুরুষদের বিশ্বস্ততা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। একাধিক সিনেমায় অভিনয় করে খ্যাতি পাওয়া এই অভিনেত্রী বলেন, "অধিকাংশ পাকিস্তানি পুরুষ অবিশ্বস্ত।"
বিয়ে এবং নিজের জীবনসঙ্গী প্রসঙ্গে সাঈদা ইমতিয়াজ খোলামেলা মত প্রকাশ করেন। তিনি জানান, অ্যারেঞ্জ ম্যারেজকে তাঁর কাছে 'ভয়ংকর' মনে হয়। তাঁর মতে, বিয়ের আগে দুজন মানুষের মধ্যে বোঝাপড়া ও সামঞ্জস্য থাকা অত্যন্ত জরুরি।
ব্যক্তিগত জীবনে তিনি 'লাভ-কাম-অ্যারেঞ্জ ম্যারেজ' পছন্দ করেন এবং স্পষ্ট জানান, তিনি একজন পাকিস্তানি পুরুষের পরিবর্তে বিদেশিকে বিয়ে করতে আগ্রহী।
এর কারণ ব্যাখ্যা করে সাঈদা বলেন, "আমার মতে, অধিকাংশ পাকিস্তানি পুরুষ অবিশ্বস্ত। কিন্তু অন্যান্য দেশের পুরুষদের মধ্যে অবিশ্বস্ততা তুলনামূলকভাবে অনেক কম।" তিনি উদাহরণ টেনে বলেন, তাঁর ভাই-বোনেরা নিউ ইয়র্কে থাকেন, যেখানে পুরুষদের একাধিক বিয়ে করার অনুমতি নেই।
স্থানীয় সমাজের নৈতিক অবক্ষয় নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। তিনি বলেন, নারীদের উচিত বিবাহিত পুরুষদের সঙ্গে সম্পর্ক এড়িয়ে চলা, যাতে অন্য কারও সংসার না ভেঙে যায়। বিবাহিত পুরুষদের মেসেজের জবাবে তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলে সাঈদা জানান, তিনি তাদের সরাসরি সতর্ক করেন, "আমি আমাদের এই কথোপকথনের স্ক্রিনশট আপনার স্ত্রীর কাছে পাঠাব।" এরপর সাধারণত তারা যোগাযোগ বন্ধ করে দেয়।
কাশ্মীরি-আমেরিকান পরিবারের সন্তান সাঈদার জন্ম সংযুক্ত আরব আমিরাতে হলেও তিনি বেড়ে উঠেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। মডেলিংয়ের মাধ্যমে তাঁর শোবিজ জগতে প্রবেশ। কর্মজীবনের উল্লেখযোগ্য দিক হলো, ২০১২ সালে দ্বি-ভাষিক পাকিস্তানি সিনেমা ‘কাপ্তান: দ্য মেকিং অব আ লিজেন্ড’-এ তিনি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের প্রাক্তন স্ত্রী জেমিমা খানের চরিত্রে অভিনয় করেন।
তথ্যসূত্র: পাকিস্তান অবজারভার
Comments