Image description

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি তার হবু পুত্রবধূ দামিনী ঘোষকে জন্মদিনে আদরে ভাসিয়েছেন। সম্প্রতি দামিনীর জন্মদিন উদযাপন অনুষ্ঠানে শ্রাবন্তী ও তার ছেলে অভিমন্যু চ্যাটার্জি (ঝিনুক) উপস্থিত ছিলেন। সেখানেই শ্রাবন্তী দামিনীর গালে চুমু দিয়ে কেক খাইয়ে দেন, যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

শ্রাবন্তী শুরু থেকেই ছেলে অভিমন্যু ও দামিনীর সম্পর্ককে সমর্থন করে আসছেন। এর আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, দামিনীর সঙ্গে তার সম্পর্ক প্রথাগত শাশুড়ি-বৌমার মতো নয়, বরং বোনের মতো। কারণ তাদের দুজনের বয়সের ব্যবধান খুব কম; শ্রাবন্তী দামিনীর চেয়ে মাত্র দশ বছরের বড়। অন্যদিকে, দামিনী আবার শ্রাবন্তীর ছেলে অভিমন্যুর চেয়ে বয়সে বড়।

অভিনেত্রী ছেলে অভিমন্যুকে তার 'খুব ভালো বন্ধু' এবং সবচেয়ে বড় সমালোচক বলেও জানিয়েছেন।

সম্প্রতি দুর্গাপূজায় মুক্তিপ্রাপ্ত শ্রাবন্তী অভিনীত 'দেবী চৌধুরানি' সিনেমাটি ব্যবসায়িকভাবে সফল হয়েছে এবং সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।