Image description

বাংলাদেশে আসছেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা মীর। সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি নোট শেয়ার করে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি নিজেই।

এ ছাড়াও সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তাও শেয়ার করেছেন অভিনেতা। বাংলাদেশের ভক্তদের প্রতি ভালোবাসা প্রকাশ করে তিনি বলেন, ‘হাই বাংলাদেশ, আমি আহাদ। তোমাদের সবার সঙ্গে দেখা করার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’

ক্যাপশনে লিখেছেন, ‌‘বাংলাদেশ, তোমাকে দেখতে দিন গুনছি আমি।’

আহাদের এই ঢাকা সফরের খবর শুনে সামাজিকমাধ্যমে ইতিমধ্যেই ভক্তরা তাঁদের প্রিয় অভিনেতাকে নিয়ে আলোচনা করছেন। তিনি মূলত একটি সানগ্লাস ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতেই ঢাকায় আসছেন। যদিও ঠিক কবে অভিনেতা বাংলাদেশে আসছেন, সেই তারিখটি এখনও নিশ্চিতভাবে জানানো হয়নি।

প্রসঙ্গত, টেলিভিশন ও আন্তর্জাতিক প্ল্যাটফর্মে শক্তিশালী অভিনয়ের জন্য পরিচিত আহাদ রাজা মীর। বিশেষ করে ‘ইয়েকিন কা সফর’ ও ‘এহদ-এ-ওয়াফা’র মতো প্রশংসিত নাটকে তাঁর সাবলীল অভিনয় তাঁকে তারকাখ্যাতি এনে দেয়।