প্রতি বছরের মতো এবারও ৩১ অক্টোবর বিশ্বের নানা প্রান্তে পালিত হলো ঐতিহ্যবাহী হ্যালোইন উৎসব। ভূত, ডাইনি, জম্বি কিংবা নানা ভয়ংকর চরিত্রের সাজে সেজে মেতে ওঠেন অংশগ্রহণকারীরা। বাংলাদেশেও ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে এই পশ্চিমা উৎসব। এদিনে চমক নিয়ে হাজির হলেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ছেলের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন তিনি। সেখানে দেখা যায়, শাবনূর ডাইনির সাজে সেজেছেন, আর তার ছেলে আইজান ভূতের রূপে। চোখের এক পাশে নেমে আসা লালচে রঙ যেন রক্তের প্রবাহের মতো, যা সাজটিকে দিয়েছে এক ভয়াবহ বাস্তবতা।
ছবির ক্যাপশনে শাবনূর লিখেছেন, “আমি সাধারণ মা নই, আমি একজন দুর্দান্ত মা— যিনি একজন ডাইনিও! হ্যালোইনের শুভেচ্ছা বাচ্চারা!” শেষে যোগ করেছেন, “এটা শুধু মজার জন্য।”
ভক্তরা শাবনূরের এই রূপ দেখে মুগ্ধ ও উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই মন্তব্য করেছেন, “আপনি সব সময়ই চমকে দিতে জানেন।”
হ্যালোইন উৎসবের ইতিহাস দুই হাজার বছরেরও বেশি পুরোনো। মূলত মৃত আত্মাদের স্মরণে ও অশুভ শক্তিকে দূরে রাখার প্রতীক হিসেবে পালন করা হয় এই দিনটি। বর্তমানে এটি এক রঙিন উৎসবে পরিণত হয়েছে, যেখানে ভয় আর আনন্দ মিলেমিশে তৈরি করে এক অনন্য উদযাপন।
এই ভূতুড়ে আয়োজনে শাবনূরের অংশগ্রহণ প্রমাণ করল— তিনি শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও ভক্তদের চমকে দিতে জানেন।




Comments