Image description

প্রিয় তারকার জন্য ভক্তদের উন্মাদনার শেষ নেই। কেউ পাঠান দামি উপহার, কেউ বা করেন নানা ধরনের পাগলামি। কিন্তু বলিউড বাদশা শাহরুখ খানের এক নারী ভক্ত সব কিছুকে ছাপিয়ে গেছেন। তিনি প্রতি বছর শাহরুখের জন্মদিনে চাঁদে তাঁর নামে এক টুকরো জমি কেনেন!

বিষয়টা শুনতে অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটি সত্যি। ২০০৯ সালে এক সাক্ষাৎকারে শাহরুখ খান নিজেই এই তথ্য জানিয়েছিলেন। তিনি বলেন, "আমার এক অস্ট্রেলীয় ভক্ত আছেন, যিনি প্রতি বছর আমার জন্মদিনে চাঁদে আমার নামে এক টুকরো জমি কেনেন। তিনি লুনার রিপাবলিক সোসাইটি থেকে সেই জমির সার্টিফিকেটও পাঠান। আমি তাঁর পাঠানো রঙিন ই-মেইলও পাই—এক লাইন লাল, এক লাইন নীল।"

জানা গেছে, এই ভক্তের নাম স্যান্ডি। তিনি ২০০২ সালে শাহরুখ খানের নামে বৃশ্চিক রাশির একটি তারারও নামকরণ করেছিলেন। এমন ব্যতিক্রমী ভালোবাসায় আপ্লুত শাহরুখ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "ভক্তদের কাছ থেকে এই ভালোবাসা পাওয়া আমার জীবনের সবচেয়ে বড় অর্জন।"

আজ ২ নভেম্বর, বলিউডের বাদশাহ শাহরুখ খানের শুভ জন্মদিন। ১৯৬৫ সালে নয়াদিল্লিতে জন্ম নেওয়া এই কিংবদন্তি অভিনেতা তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডে দাপটের সঙ্গে রাজত্ব করছেন।