Image description

গান ছেড়ে দেওয়ার ঘোষণার পর থেকেই আলোচনায় থাকা দেশের জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান এবার রাজনীতিতে যোগ দেওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন। সম্প্রতি ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দলের সঙ্গে তার যুক্ত হওয়ার যে খবর ছড়িয়েছে, তাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন এই তারকা।

সম্প্রতি রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তাহসান খান এই প্রসঙ্গে কথা বলেন। তিনি বলেন, "মেলবোর্নের কনসার্টে গান ছেড়ে দেওয়ার কথা বলেছি, তখন খুব কম মানুষ ছিল। কিন্তু সেটি যে এভাবে দেশব্যাপী ছড়িয়ে যাবে, জাতীয় ইস্যুতে পরিণত হবে, তা ভাবিনি। অভিনয় থেকে যেভাবে ধীরে ধীরে বিরতি নিয়েছি, সেভাবে গান থেকেও বিরতি নেব।"

তিনি আরও বলেন, "আমি তো কিছুটা ইমোশনাল, কবি মানুষ। এমনভাবে বলেছি যে তা ছড়িয়ে গেছে। ওই একটি কথার কারণে অনেক কিছু হয়ে গেছে। এক জায়গায় দেখলাম, আমার ছবিতে টুপি দিয়ে একটি রাজনৈতিক দলের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। আমি নাকি রাজনীতি করছি।"

তাহসান এই বিষয়টিকে 'পার্ট অব দ্য গেম' হিসেবে আখ্যায়িত করে বলেন, "আমার কাছে মনে হয় এসব আসলে পার্ট অব দ্য গেম। একটি খেলার মতো। কিছু মানুষ এখন ভাইরাল হওয়ার নেশায় থাকে। যা পৃথিবীজুড়েই চলছে। এ জন্য খুব চিন্তা করে কথা বলতে হয়। কোন কথাটা নিয়ে কখন কী হয়ে যায়, এটা ভাবতে হয়।"

গান থেকে বিরতি নেওয়ার ব্যাপারে তিনি বলেন, "এটি প্রথম নয়। ক্যারিয়ারে এর আগেও কয়েকবার বিরতি নিয়েছি। ব্ল্যাক ব্যান্ড ছেড়ে একক ক্যারিয়ার শুরুর সময় ক’বছর লাইভ পারফরম্যান্স বন্ধ রেখেছিলাম। তারপর যুক্তরাষ্ট্র যখন মাস্টার্স করতে যাই, তখন ওই দুই বছর কোনো গান প্রকাশ করিনি, কনসার্টও করিনি। এখন আরও একটি বিরতিতে যাচ্ছি।"

এছাড়াও তাহসান বলেন, "আমার কাছে মনে হয়েছে, গত ২৫ বছর যতটা ভালোবাসা পাওয়ার কথা ছিল আমার, তার থেকেও অনেক বেশি পেয়েছি। এভাবে চলতে থাকলে একঘেয়ে হয়ে যাবে বিষয়টি। অন্য একটি জায়গায় একটি উত্তর দিয়েছি। সেটিও সত্যি। আরও একটি উত্তর রয়েছে। কিন্তু সেটি পাবলিকলি দিতে পারব না। কেননা, প্রতিটি মানুষের জীবনে কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা হয়, যা এতটাই অবিশ্বাস্য, যেটি সে নিজেই বিশ্বাস করতে পারে না। আর এমন কোনো কথা বলতে চাই না, যা জাতীয় ইস্যুতে পরিণত হোক।"