Image description

বলিউডের জনপ্রিয় তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবাণী এখন কন্যা সন্তানের গর্বিত বাবা-মা। সন্তান আগমনের পর তাদের জীবনে এসেছে বড় পরিবর্তন। সম্প্রতি এই দম্পতি তাদের আদরের রাজকন্যার নাম প্রকাশ্যে এনেছেন। মেয়ের নাম রাখা হয়েছে ‘সায়ারা’।

নতুন বাবা-মা হিসেবে নিজেদের পরিবর্তিত জীবন ও আনন্দঘন মুহূর্তের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন এই তারকা দম্পতি।

সিড-কিয়ারা জানান, মেয়ে সায়ারাকে নিয়ে তাদের প্রতিটি দিন কীভাবে কেটে যাচ্ছে, তা তারা টেরই পাচ্ছেন না।

বাবা হওয়ার পর নিজের আবেগঘন অনুভূতি ব্যক্ত করতে গিয়ে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা লিখেছেন, ‘একটা ছোট্ট প্রাণ, যে কিনা এখনও কথা বলতে শেখেনি। তার সামনে এলেই আমরা কেমন যেন ভ্যাবাচাকা খেয়ে যাই। আমরা কথা হারিয়ে ফেলি।’

জীবনের এই নতুন অধ্যায় প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘জীবনের এই পরিবর্তন নিয়ে আমরা দুজনেই অত্যন্ত খুশি। আমাদের জীবনে যে পরিবর্তন এসেছে, সেটাতেই আমরা মগ্ন থাকতে চাই।’

এ সময় স্ত্রী কিয়ারা আডবাণীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে সিদ্ধার্থ বলেন, ‘কিয়ারা যেভাবে মনের জোরে একজনকে একটু একটু করে তৈরি করেছে, তাকে আমার কুর্নিশ।’

বর্তমানে কাজ ও ব্যস্ততার মাঝেও মেয়ে সায়ারাকে ঘিরেই কাটছে এই তারকা জুটির একান্ত সময়।