Image description

ফুটবলের জাদুকর লিওনেল মেসির দ্বিতীয়বারের মতো কলকাতা সফর নিয়ে যখন উত্তেজনার পারদ তুঙ্গে, ঠিক তখনই সেই উন্মাদনায় নতুন মাত্রা যোগ করলেন বলিউড বাদশা শাহরুখ খান। বিশ্বসেরা ফুটবলারকে স্বাগত জানাতে সল্ট লেক স্টেডিয়ামে সশরীরে উপস্থিত থাকার ঘোষণা দিয়েছেন তিনি। ফলে ফুটবল ও বিনোদন বিশ্বের দুই মহাতারকাকে এক মঞ্চে দেখার বিরল সুযোগ পাচ্ছে কলকাতা।

সাধারণত আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মালিক হিসেবে ক্রিকেটীয় কারণেই কলকাতায় পা রাখেন কিং খান। তবে এবারের উপলক্ষ সম্পূর্ণ ভিন্ন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) নিজের স্বভাবসুলভ রসবোধ মিশিয়ে শাহরুখ লিখেছেন, ‘এবার কলকাতায় আসছি ঠিকই, তবে আমার নাইটদের জন্য নয়, আসছি একেবারে অন্য এক জাদুর ডাকে। আশা করছি, এই সফরটা হবে পুরোপুরি “মেসি”-ময়। দেখা হবে ১৩ ডিসেম্বর, সল্ট লেক স্টেডিয়ামে।’

শাহরুখের এই ঘোষণায় মুহূর্তেই কলকাতার ক্রীড়াপ্রেমী ও ভক্তদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করে বলছেন, এমন দৃশ্য জীবনে একবারই আসে।

উল্লেখ্য, ২০১১ সালে লিওনেল মেসি প্রথমবার যখন কলকাতায় এসেছিলেন, তখন থেকেই এই আর্জেন্টাইন তারকার প্রতি নিজের মুগ্ধতা ও প্রশংসা প্রকাশ করে আসছেন শাহরুখ খান। এবার ১৩ ডিসেম্বর সল্ট লেক স্টেডিয়ামে সেই ভালোবাসার টানেই মেসিকে বরণ করে নেবেন তিনি। মেসির আগমন ও শাহরুখের উপস্থিতি—সব মিলিয়ে উৎসবের নগরীতে পরিণত হয়েছে কলকাতা।