Image description

ঢাকাই সিনেমার পরিচিত মুখ তানহা তাসনিয়া। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব তিনি। নিয়মিত নিজের ব্যক্তিগত মুহূর্ত ও ছবি শেয়ার করে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন। সম্প্রতি একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করে নেটিজেনদের নজর কেড়েছেন এই অভিনেত্রী।

প্রকাশিত ছবিগুলোতে বেশ সাহসী বা ‘বোল্ড’ লুকে ধরা দিয়েছেন তানহা। কালো রঙের জমকালো পোশাকের সঙ্গে মিলিয়ে পরা বড় দুল আর ঠোঁটের কোণে লেগে থাকা মিষ্টি হাসি সব মিলিয়ে ভক্তদের হৃদয়ে ঝড় তুলেছেন তিনি।

ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘অপরূপ সুন্দর, দীপ্তিময় আর সেই সৌন্দর্যের পূর্ণ অধিকারী।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।

প্রিয় তারকার এমন অবতার দেখে মুগ্ধ ভক্ত-অনুরাগীরা। কমেন্ট বক্সে প্রশংসার বন্যা বয়ে গেছে। এক নেটিজেন লিখেছেন, ‘তোমাকে ভীষণ সুন্দর লাগছে।’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘আজকে দেখে মনে হয় কোনো এক সিনেমার নায়িকা।’

উল্লেখ্য, ২০১৪ সালে ‘ভোলা তো যায় না তারে’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক ঘটে তানহা তাসনিয়ার। এরপর তিনি দর্শকদের উপহার দিয়েছেন ‘ভালো থেকো’ এবং ‘ধূমকেতু’-এর মতো জনপ্রিয় সিনেমা। নিজের অভিনয় দক্ষতা ও গ্ল্যামার দিয়ে ইতিমধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি।