গ্ল্যামার জগতের চাকচিক্যের আড়ালে তারকাদের প্রায়শই কদর্য আক্রমণের শিকার হতে হয়। বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহাও এর ব্যতিক্রম নন। ক্যারিয়ারের শুরু থেকেই কখনো শারীরিক গঠন, আবার কখনো ব্যক্তিগত জীবন নিয়ে ক্রমাগত ট্রলিংয়ের শিকার হয়েছেন তিনি। সাধারণত এসব সমালোচনা এড়িয়ে চললেও এবার আর চুপ থাকতে পারলেন না ‘দাবাং’ খ্যাত এই অভিনেত্রী। বাধ্য হয়েই ভাঙলেন নীরবতা।
ভারতীয় সংবাদমাধ্যম ‘আজকাল’-এর এক প্রতিবেদনে উঠে এসেছে সোনাক্ষীর এই ক্ষোভের কথা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচকতা ও বিদ্বেষ এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে, সব সময় এর বিরুদ্ধে একা লড়াই করা অসম্ভব।
সামাজিক যোগাযোগমাধ্যম খুললেই যে পরিমাণ ঘৃণাত্মক মন্তব্য চোখে পড়ে, তা নিয়ে হতাশা প্রকাশ করেন সোনাক্ষী। তিনি বলেন, ‘আমি মনে করি অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলা জরুরি। কিন্তু দুর্ভাগ্যবশত, বর্তমানে নেতিবাচকতার পরিমাণ এতই বিশাল যে, একজন মানুষের পক্ষে এর বিরুদ্ধে একা লড়াই করা কঠিন। পরিস্থিতি এখন সীমা ছাড়িয়ে যাচ্ছে।’
তিনি আরও যোগ করেন, ‘পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, সব সময় লড়াই করার চেয়ে এড়িয়ে যাওয়াই শ্রেয় মনে হয়। সোশ্যাল মিডিয়া খুললেই সমস্ত নেতিবাচকতা আপনার সামনে হাজির হয়। কত আর লড়বেন?’
সোনাক্ষী সাধারণত ট্রল এড়িয়ে চলেন, তবে তার ধৈর্যেরও একটি সীমা আছে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ব্যক্তিগত আক্রমণ তিনি সহ্য করলেও পরিবারের দিকে আঙুল তুললে তিনি কখনোই চুপ থাকবেন না।
অভিনেত্রীর ভাষ্যমতে, ‘যদি কোনো মন্তব্য একেবারেই অসহনীয় হয়ে ওঠে, কিংবা কেউ যদি আমার পরিবারকে লক্ষ্য করে কদর্য কিছু বলে—যা আমি কোনোভাবেই মানব না, তখন আমি অবশ্যই প্রতিবাদ করি। প্রয়োজন হলে প্রত্যেকেরই নিজের জন্য রুখে দাঁড়ানো উচিত।’
সোনাক্ষীর জন্য এই অভিজ্ঞতা নতুন নয়। ক্যারিয়ারের শুরুতে ‘দাবাং’ সিনেমার জন্য ৩০ কেজি ওজন কমানোর পরও তাকে ‘বডি শেমিং’-এর শিকার হতে হয়েছিল। সেই স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘এত রক্ত-ঘাম ঝরিয়ে ওজন কমানোর পরও মানুষ যখন আমার চেহারা নিয়ে কথা বলত, তখন মনে হয়েছিল—যারা আমার পরিশ্রম দেখেনি, তাদের কথায় কান দিয়ে লাভ নেই।’
বর্তমানে পরিস্থিতি আরও জটিল হয়েছে। গত বছর ভিন্নধর্মী অভিনেতা জাহির ইকবালকে বিয়ে করার পর থেকেই সোনাক্ষী ও তার স্বামীকে নিয়ে সামাজিক মাধ্যমে চলছে তুমুল সমালোচনা। এতদিন এসব এড়িয়ে চললেও, লাগাতার আক্রমণ ও পরিবারের প্রসঙ্গ আসায় এবার নিজের অবস্থান পরিষ্কার করলেন সোনাক্ষী।




Comments