Image description

সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়ে গোটা দেশ। তাঁর দ্রুত সুস্থতা কামনা এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি জানান শোবিজ তারকারা। 

তবে হাদিকে নিয়ে পোস্ট দেওয়ায় হত্যার হুমকি পেয়েছেন চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন, নাট্যনির্মাতা মাবরুর রশীদ বান্নাহ ও অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। ইতিমধ্যে চমকের ফোন নম্বর ফাঁস এবং বান্নাহর লোকেশন ট্র্যাক করা হচ্ছে বলে জানিয়েছে হুমকিদাতা। 

হুমকি পাওয়ার বিষয়টি সামাজিকমাধ্যমে জানিয়ে অনন্য মামুন লিখেছেন, ‘হাদিকে নিয়ে স্ট্যাটাস দেওয়ার পর থেকে আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। তারা তো জানে না হাদি আমার কাছে একটি ভালোবাসার নাম। আর মৃত্যুর ভয় কখনও পাই না। যেদিন পৃথিবীতে এসেছি, সেদিনই আল্লাহতায়ালা আমার মৃত্যুর তারিখ ঠিক করে রেখেছে।’

জানা যায়, ডাল্টন সৌভাতো হীরা নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই হুমকি দেওয়া হচ্ছে। এর আগে শরীফ ওসমান হাদিকেও এই অ্যাকাউন্ট থেকে হুমকি দেওয়া হয়েছিল।

ওই হুমকিদাতা সামাজিকমাধ্যমের এক পোস্টে জানিয়েছে, অনন্য মামুনের সিনেমা কেউ যেন প্রযোজনা না  করে! আবার মাবরুর রশীদ বান্নাহ ও রুকাইয়া জাহান চমকের লোকেশন ট্র্যাক করা হচ্ছে বলেও হুমকি দিয়েছে। 

এই ঘটনার পর সোমবার (১৫ ডিসেম্বর) এক ফেসবুক লাইভে এসে চমক জানান, হুমকি পাওয়ার পর পরিবার ও আত্মীয়স্বজনরা উদ্বেগ প্রকাশ করেছেন। কেউ কেউ তাঁকে বাইরে বের না হতেও পরামর্শ দিয়েছেন। তবে এতে ভীতু নন চমক। তিনি বলেন, ‘বন্দি থাকার থেকে রাস্তায় নেমে যদি আমি গুলি খাই, সেটাও ভালো। কারণ, স্বাধীনতার জন্য আমরা আজীবন সোচ্চার থেকেছি। আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই। খাঁচায় বন্দি থাকার জন্য বাঁচতে চাই না।’

চমক আরও জানান, গতকাল ওই হুমকিদাতা ফোন নম্বর ফাঁস করার পর থেকে তাঁর মোবাইল ফোনে শতশত কল আসছিল। অবশেষে তিনি নম্বরটি বন্ধ করতে বাধ্য হন।

অভিনেত্রী বলেন, ‘আমাকে যখন এত হত্যার হুমকি দেওয়া হচ্ছে, তাহলে অবশ্যই আমি আমার দেশের জন্য ভালো কিছু করেছি; যে কারণে ওরা আমার পিছে লাগছে। অন্তত এইটুকু সান্ত্বনা যে, এই রুকাইয়া জাহান চমক দেশ ও দেশের মানুষের কাজে আসছে। আমার জীবনটা এতেই সার্থক হয়ে গেছে। আর যদি ওরা আমাকে সত্যিই মেরে ফেলে, তাহলে এটা আমার জন্য খুবই সুন্দর উপহার। এটা আমার জন্য আশীর্বাদ হবে যে, আমি আমার দেশের জন্য মরেছি, যাকে শহীদী মৃত্যু বলে।’

সবশেষে তিনি বলেন, ‘আমার বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী যাঁরা আছ, যাঁরা উদ্বেগ প্রকাশ করছ, যাঁরা বলতেছ চমক তোমার কিছু হয়ে যেতে পারে। বিশ্বাস করো, তোমরা মন খারাপ করো না, আমাকে নিয়ে চিন্তা করো না, আমি যদি মরেও যাই, ধরে নিও আমি খুব শান্তিতেই মৃত্যুবরণ করেছি। আমার দুঃখ নেই। আমার জন্য কেউ দুঃখ পাবে না। কোনো স্ট্যাটাস দিবে না। যদি আমি মরেও যাই, গর্বের সহিতই হবে সেই মৃত্যু।’

সেই ফেসবুক লাইভের মন্তব্যঘরে প্রশংসায় ভাসছেন চমক। ভক্ত-অনুরাগীদের একজন লিখেছেন, ‘বিপ্লবের স্বাদ পেয়ে গেলে, বিপ্লবই হয়ে উঠে জীবন।’ আরেকজন নেটিজেন লিখেছেন, ‘যে জাতি মরণের ভয় পায় না, তাকে আর কীসে দমাবে। আপনার এই ভিডিও আমাদের অনুপ্রেরণা জোগায়।’