Image description

‘ওয়ানএক্সবিট’ নামে একটি বেআইনি বেটিংঅ্যাপের মাধ্যমে কোটি কোটি রুপির প্রতারণার অভিযোগ উঠেছিল। বেআইনি এ মামলায় মাসখানেক আগে ২৯ জনের বিরুদ্ধে মামলা রুজু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

এ তালিকায় রয়েছেন বেশ কয়েকজন অভিনেতা ও নেটপ্রভাবী এবং সাবেক ক্রিকেটার। সেই তালিকায় ছিলেন দক্ষিণী তারকা রানা দগ্গুবতী থেকে বিজয় দেবেরাকোন্ডা, কপিল শর্মাসহ একাধিক তারকা। এবার সে তালিকায় নয়া সংযোজন অঙ্কুশ হাজরা ও মিমি চক্রবর্তী। এর আগে আর কোনো টালিউড তারকার নাম জড়ায়নি।

তদন্তে নেমে একাধিক তারকার নাম উঠে আসে। প্রায় দুই মাস আগে দিল্লিতে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল অভিনেত্রী ও তৃণমূল সংসদ সদস্য মিমি চক্রবর্তী এবং অভিনেতা অঙ্কুশ হাজরাকে। তাদের বেআইনি বেটিংঅ্যাপকাণ্ডে এবার মামলায় নতুন মোড় নিয়েছে। এ মামলায় জড়িত থাকার শুধু দুই তারকার সম্পত্তি নয়; একাধিক তারকার সম্পত্তিও বাজেয়াপ্ত করেছে ইডি।

শুধু তাই নয়, এর আগেও একই মামলায় ক্রিকেটার শিখর ধাওয়ানের কাছ থেকে ৪ কোটি ৫০ লাখ রুপি এবং সুরেশ রায়নার কাছ থেকে ৬ কোটি ৬৪ লাখ রুপির মিউচুয়াল ফান্ড বাজেয়াপ্ত করা হয়েছিল। যদিও এ মামলায় তলব হওয়া প্রায় সবাই দাবি করেন, তারা আর্থিক তছরুপ সম্পর্কে অবগত ছিলেন না। একটি নির্দিষ্ট চুক্তির ভিত্তিতেই সংশ্লিষ্ট বিজ্ঞাপন বা প্রচারমূলক কাজে যুক্ত ছিলেন।