Image description

প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ও উদীচী কার্যালয়ে হামলার প্রতিবাদে ‘দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ’ ব্যানারে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় রাজধানীর ধানমণ্ডির সাতমসজিদ রোডে আবাহনী মাঠ সংলগ্ন ফুটপাথে এই অবস্থান কর্মসূচিতে অংশ নেন সংস্কৃতিকর্মী, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সেখানে উপস্থিত ছিলেন লুভা নাহিদ চৌধুরী, অভিনয়শিল্পী আজাদ আবুল কালাম, আজমেরী হক বাঁধন, বাকার বকুল, অরুপ রাহীসহ অনেকে। বক্তারা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী হত্যার সুষ্ঠু ও হত্যাকারীর বিচার দাবি করেন। এছাড়া ডেইলি স্টার, প্রথম আলো, ছায়ানট, উদীচী কার্যালয়ে হামলা, অগ্নি সংযোগ, লুটপাট, মিউজিক সামগ্রী পুড়িয়ে ফেলার প্রতিবাদ ও বিচার দাবি করেন।

এদিকে, ছায়ানট ভবনের সামনের রাস্তায় সংস্কৃতির ওপর সহিংস হামলার প্রতিবাদে গানে গানে সংহতি-সমাবেশের আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন ছায়ানট। সেখানেও কণ্ঠশিল্পী, সাহিত্যিক,সাংবাদিক, সংস্কৃতিসেবীরা অংশ নিয়েছেন।

প্রতিবাদ সমাবেশে সম্মিলিতভাবে গাওয়া হয় ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’, ‘চল চল চল ঊর্ধ্ব গগনে বাজে মাদল’, ‘আমার দেশের মাটি’, ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’, ‘গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান’, ‘তীর হারা এই ঢেউয়ের সাগর’, ‘হিমালয় থেকে সুন্দরবন’ এবং সবশেষে জাতীয় সংগীত।