Image description

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন কাটিয়ে বৃহস্পতিবার স্বদেশে প্রত্যাবর্তন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই ফিরে আসাকে কেন্দ্র করে যখন দেশজুড়ে রাজনৈতিক আলাপ তুঙ্গে, ঠিক তখনই এক ভিন্নধর্মী ও মানবিক আবদার নিয়ে হাজির হলেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা দীপঙ্কর দীপন। তারেক রহমানের ব্যক্তিগত প্রাণীপ্রেমের কথা উল্লেখ করে আগামীর বাংলাদেশে প্রাণীদের জন্য আধুনিক চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার প্রত্যাশা জানিয়েছেন তিনি।

‘ঢাকা অ্যাটাক’ খ্যাত নির্মাতা দীপন তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, তারেক রহমান ব্যক্তিগত জীবনে প্রাণীদের প্রতি অত্যন্ত সংবেদনশীল। তিনি লেখেন, “আজ তারেক রহমান আসছেন, যিনি প্রাণী ভালোবাসেন। সেটা তিনি তার পোষা ‘জেবু’ বিড়ালকে বিদেশ থেকে সাথে করে নিয়ে আসছেন কেবল সেজন্য বলছি না। আদনান আজাদ আমাকে বলেছেন, তারেক রহমান বিড়াল, কুকুর, সাপসহ প্রতিটি প্রাণীর জীবন রক্ষায় ব্যক্তিগতভাবে অত্যন্ত আগ্রহী।”

তারেক রহমানের এই কোমল হৃদয়ের দিকটি বিবেচনা করে দীপন তার কাছে একটি বিশেষ অনুরোধ রেখেছেন। তার দীর্ঘদিনের স্বপ্ন—বাংলাদেশের প্রতিটি জেলায় পথকুকুর, বিড়াল ও অন্যান্য পশুপাখির জন্য একটি করে আধুনিক এবং সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানকারী হাসপাতালের চেইন তৈরি হোক।

তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি আরও লেখেন, “তারেক ভাই, যদি নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হন, তবে আপনার কাছে আমার এই প্রত্যাশা থাকলো। আরও অনেক কিছু আপনাকে ঠিক করতে হবে, সেই কথা আপনাকে অনেকেই বলবে। কিন্তু আমার এই আজীবনের লালিত স্বপ্নটি আপনার মাধ্যমেই পূরণ হতে পারে।”

দীপঙ্কর দীপনের এই গঠনমূলক ও মানবিক আবেদনটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসিত হচ্ছে। নেটিজেনরা তার এই চিন্তাচেতনাকে সাধুবাদ জানিয়ে বলছেন, মানুষের পাশাপাশি অবলা প্রাণীদের অধিকার নিয়ে এমন ভাবনা সত্যিই বিরল। অনেকেই মন্তব্য করেছেন যে, আগামীর বাংলাদেশে এমন মানবিক উদ্যোগ পরিবেশের ভারসাম্য রক্ষায় বড় ভূমিকা রাখবে।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে যখন চারদিকে রাজনৈতিক স্লোগান ও শুভেচ্ছাবার্তা, তখন দীপঙ্কর দীপনের এই ব্যতিক্রমী পোস্টটি একটি ভিন্ন মাত্রার আলোচনার জন্ম দিয়েছে।