সময়ের আলোচিত অভিনেত্রীদের অন্যতম একজন তানজিম সাইয়ারা তটিনী। গল্প ও চরিত্রে যেমন বৈচিত্র্য খুঁজে বেড়ান। প্রতিনিয়ত নতুনরূপে পর্দায় নিজেকে তুলে ধরতে চেষ্টা অব্যাহত রেখেছেন। অভিনয়ে নিজেকে ভাঙার প্রত্যয় নিয়ে যেন অভিনয় জগতে তার বিচরণ।
গত বছরও নানারকম গল্প ও চরিত্রে দেখা মিলেছে এই অভিনেত্রীর। নাটক ‘হৃদয়ের কথা’, ‘মন দিওয়ানা’, ‘ভালো থেকো’, ‘শালিক বালিকা’, ‘হৃদয় গভীরে’, ‘হ্যাসট্যাগ লাভ’, ‘ব্রেকিং নিউজ’, ‘শহরের যত রঙ’, ‘দূর থেকে ভালোবাসি’, ‘তোমাদের গল্প’ ‘এলিয়েন বেবি’, ‘অগ্নিশিখা’, ‘তোমায় পাবো কি’, ‘বউ-এর বিয়ে’, ‘চলো হারিয়ে যাই’, ‘হিমি’, ‘মিস্টার অ্যাবসেন্ট মাইন্ডেড’, ‘হৃদয়ের রঙ’, ‘বিয়ের গন্ডগোল’, ‘সেদিন ছিল শুক্রবার’, ‘বেশি বলে বুলবুলি’ ওয়েব সিনেমা ‘তোমার জন্য মন’সহ ছোটপর্দায় আরও যে কাজগুলো করেছেন।
চরিত্র নির্বাচনে তার যেমন নতুনত্ব খুঁজে পাওয়া যায়, তেমনি অভিনয়ের মাধ্যমে তা দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তোলার মুনশিয়ানাও চোখে পড়ে। যে কারণে ২০২৬ সালের আয়োজনে নির্মাতারা তটিনীকে নিয়ে আলতোভাবে ভাবতে শুরু করেছেন।
বছরের শুরুতে তটিনী বলেন, ‘বিদায়ী বছরটা আমার জন্য ছিল অনেক গুরুত্বপূর্ণ। নিয়মিত কাজ করেছি, আবার নিজের ভুলগুলোও বুঝতে পেরেছি। চেষ্টা করেছি, ভিউয়ের হিসাব না করে গল্প আর চরিত্রকে গুরুত্ব দিতে। কিছু কাজ দর্শক পছন্দ করেছেন, আবার কিছু কাজ নিজেকে নতুন করে আবিষ্কার করতে সাহায্য করেছে।’
অভিনেত্রীর ভাষায়, “২০২৫ সালে অনেক দর্শকপ্রিয় নাটকে অভিনয় করেছি। নতুন বছরে আমি আরও সচেতনভাবে কাজ করতে চাই। ভালো গল্প, শক্তিশালী চরিত্র আর নির্মাতার সঙ্গে কাজ করাই আমার মূল লক্ষ্য। এমন চরিত্রে কাজ করতে চাই, যেগুলো আমাকে অভিনেত্রী হিসেবে চ্যালেঞ্জ করবে।”




Comments