Image description

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা এবার কর পরিশোধ করে নতুন করে আলোচনায় এসেছেন। ২০২৬ সালের শুরুতে প্রায় ৪ কোটি ৬৯ লাখ রুপি আয়কর প্রদান করে নিজ জেলা কর্নাটকের কোদাগুতে সর্বোচ্চ করদাতার তালিকায় শীর্ষস্থান দখল করেছেন তিনি।

কাজের প্রয়োজনে মুম্বাই ও হায়দরাবাদে বর্তমানে বসবাস করলেও রাশমিকার নাড়ির টান এই কোদাগু জেলাতেই। জনপ্রিয়তার পাশাপাশি রাশমিকার সম্পদের পরিমাণও বাড়ছে পাল্লা দিয়ে। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, বর্তমানে এই তারকার মোট সম্পদের পরিমাণ ৪৫ কোটি রুপি ছাড়িয়েছে।

বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত এই অভিনেত্রীর গ্যারেজে রয়েছে মার্সিডিজ সি-ক্লাস, অডি কিউ থ্রি এবং রেঞ্জ রোভারের মতো দামী সব গাড়ি। শুধু তাই নয়, রিয়েল এস্টেটেও রয়েছে তার বড় বিনিয়োগ। বেঙ্গালুরুতে ৪ কোটি রুপির প্রাসাদসম বাড়ির পাশাপাশি মায়ানগরী মুম্বাইয়েও রয়েছে তার নিজস্ব বিলাসবহুল আবাসন।

অল্প সময়েই ইন্ডাস্ট্রিতে নিজের শক্ত অবস্থান তৈরি করে নেওয়া রাশমিকা বর্তমানে প্রতি সিনেমার জন্য প্রায় ৪ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন। সফল ক্যারিয়ারের পাশাপাশি নাগরিক দায়িত্ব পালনেও তিনি যে অনন্য, তা এই কর পরিশোধের মাধ্যমেই প্রমাণ করলেন ‘ন্যাশনাল ক্রাশ’ খ্যাত এই অভিনেত্রী।

মানবকণ্ঠ/আরআই