সম্প্রতি প্রকাশিত শ্বেতপত্রে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। এতে জানানো হয়েছে, ‘মুজিব ভাই’ নামক চলচ্চিত্র নির্মাণে ব্যয় করা হয়েছে ৪২ কোটি ১১ লাখ ২২ হাজার টাকা। সিআরআই-এর মাধ্যমে এই চলচ্চিত্রটি নির্মাণ করা হয়। এ ছাড়া ‘খোকা’ নামক আরেকটি চলচ্চিত্র নির্মাণে ১৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল।
উন্নয়ন অর্থনীতিবিদ অধ্যাপক নিয়াজ আসাদুল্লাহর নেতৃত্বে গঠিত শ্বেতপত্র কমিটি এই তথ্য প্রকাশ করেছে।
কমিটির অন্য সদস্যরা হলেন—পিজিসিবি চেয়ারম্যান অধ্যাপক রেজওয়ান খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চৌধুরী মফিজুর রহমান, পারডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ মুস্তাফা হোসেন, বুয়েটের অধ্যাপক রিফাত শাহরিয়ার, ব্যারিস্টার আফজাল জামি সৈয়দ আলী, প্রযুক্তি বিশেষজ্ঞ আসিফ শাহরিয়ার সুস্মিত ও সাংবাদিক মো. শরিয়ত উল্লাহ।




Comments