Image description

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের দ্বিতীয় সংসার ভেঙে যাওয়ার খবরটি এখন বিনোদন জগতের অন্যতম আলোচিত বিষয়। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিয়ের এক বছর পূর্ণ হওয়ার আগেই বিচ্ছেদের পথে হাঁটেন তারা। দীর্ঘদিন আলাদা থাকার পর বিষয়টি প্রকাশ্যে আসতেই ভক্তদের মনে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

তাহসান জানান, গত বছরের সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগেই তিনি ও রোজা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। মূলত তখন থেকেই নিজেকে অনেকটা গুটিয়ে নিয়েছেন এই শিল্পী। এমনকি এক কোটি অনুসারীর ফেসবুক পেজ এবং ৩৫ লাখ অনুসারীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও রহস্যজনকভাবে বন্ধ করে দেন তিনি।

বিচ্ছেদের পর একাকীত্বকে কীভাবে সামলাচ্ছেন তাহসান? এ প্রসঙ্গে তিনি খোলামেলা কথা বলেছেন। তাহসান জানান, বর্তমানে তার বেশির ভাগ সময় কাটছে দেশ-বিদেশে একা একা ঘুরে বেড়িয়ে। আর এই ভ্রমণের সার্বক্ষণিক সঙ্গী হিসেবে তিনি বেছে নিয়েছেন প্রিয় সব বই। তার ভাষায়, “আমার সময় কাটছে একা ঘোরাঘুরি করে। আর এই সময়ে আমার সঙ্গী বই। ঘুরছি, পড়ছি—এভাবেই দিন চলে যাচ্ছে।”

সংসার ভাঙার খবরের পাশাপাশি ভক্তদের জন্য আরও একটি মন খারাপ করা তথ্য দিয়েছেন তাহসান। ২০২৫ সালের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক কনসার্টে তিনি ঘোষণা দেন, এটিই হয়তো তার জীবনের শেষ ট্যুর। তিনি বলেন, “আমি আস্তে আস্তে সংগীতজীবনের ইতি টানব। সারাজীবন কি আর এভাবে মঞ্চে দাঁড়িয়ে লাফালাফি করা যায়! আমার মেয়ে বড় হয়ে যাচ্ছে, এখন যদি মঞ্চে দাঁড়িয়ে গাই—‘দূরে তুমি দাঁড়িয়ে’—দেখতে কেমন লাগে!”

নব্বইয়ের দশকের শেষে ‘ব্ল্যাক’ ব্যান্ডের মাধ্যমে যাত্রা শুরু করা তাহসান দীর্ঘ আড়াই দশক ধরে শ্রোতাদের মুগ্ধ করে রেখেছেন। ‘আলো’, ‘ইচ্ছে ঘুড়ি’, ‘অপেক্ষা’র মতো গানগুলো তাকে নিয়ে গেছে জনপ্রিয়তার শীর্ষে। ব্যক্তিগত জীবনে ২০০৬ সালে রাফিয়াথ রশিদ মিথিলাকে বিয়ে করেছিলেন তিনি। ২০১৭ সালে দীর্ঘ ১১ বছরের সেই সম্পর্কের অবসান ঘটে। তাদের একমাত্র কন্যা আইরা তেহরীম খান এখন বড় হচ্ছে।

ব্যক্তিগত জীবনের টানাপোড়েন আর সংগীত থেকে অবসরের ইঙ্গিত—সব মিলিয়ে তাহসান এখন জীবনের এক নতুন সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। ভক্তরা তার ব্যক্তিগত সিদ্ধান্তের প্রতি সম্মান জানালেও, প্রিয় শিল্পীকে গানের ভুবনে আরও দীর্ঘ সময় দেখতে চান।

মানবকণ্ঠ/আরআই