Image description

জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’-এর প্রধান গায়ক শেখ ইশতিয়াক জীবনের নতুন ইনিংস শুরু করেছেন। শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর ৩০০ ফিট এলাকার একটি রিসোর্টে পারিবারিকভাবে তাঁর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এই জাঁকজমকপূর্ণ আয়োজনের সবচেয়ে বড় চমক ছিল খোদ ‘শিরোনামহীন’ ব্যান্ডের পারফরম্যান্স। নিজের বিয়ের মঞ্চেই সহযোদ্ধাদের সঙ্গে গান গাইতে দেখা যায় ইশতিয়াককে, আর পাশে দাঁড়িয়ে সেই মুহূর্তটি উপভোগ করছিলেন তাঁর সহধর্মিণী। সংগীতাঙ্গনের অনেক তারকা এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে নবদম্পতিকে শুভেচ্ছা জানান।

রোববার (১১ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি শেয়ার করে ইশতিয়াক সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি লিখেন, “আলহামদুলিল্লাহ, গতকাল আমরা একসঙ্গে নতুন যাত্রা শুরু করেছি। আমাদের জন্য দোয়া করবেন যেন ভালোবাসা ও বিশ্বাস নিয়ে একসঙ্গে পথ চলতে পারি।” তবে তাঁর স্ত্রীর পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

২০১৭ সালে ‘শিরোনামহীন’-এ যোগ দেওয়ার পর ‘এই অবেলায়’ ও ‘এই অবেলায় ২’-এর মতো জনপ্রিয় গান দিয়ে শ্রোতাদের মন জয় করেছেন শেখ ইশতিয়াক। প্রিয় গায়কের জীবনের এই বিশেষ দিনে ভক্ত-অনুরাগীরাও ভাসছেন আনন্দের বন্যায়।

মানবকণ্ঠ/আরআই