Image description

মরক্কোকে আফ্রিকার প্রথম দেশ হিসেবে ২০২৬ বিশ্বকাপের মূলপর্বে তুলেছেন, পিএসজির হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ আশরাফ হাকিমি জিতেছেন শিরোপার ট্রেবল।  প্রথম কোনো ডিফেন্ডার হিসেবে গত ৫২ বছরে আফ্রিকার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতাসহ বর্তমানে দুর্দান্ত পারফরম্যান্সে রয়েছেন মরক্কোর অন্যতম সেরা রাইটব্যাক। এত সুসংবাদের ভীড়ে আরেকটি গুঞ্জন সামাজিকমাধ্যমে বেশ ডালপালা মেলছে। মরোক্কান বংশোদ্ভূত ভারতীয় নৃত্যশিল্পী নোরা ফাতেহির প্রেমে পড়েছেন হাকিমি।  

কিছু দিন আগেই মরক্কো বেড়াতে গিয়েছিলেন নোরা।  সেখানে আফ্রিকান কাপ অফ নেশন ফুটবল ম্যাচ দেখতে যান তিনি।  সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা যায়, আশরাফ হাকিমির খেলা দেখে ক্রমাগত উৎসাহ দিচ্ছিলেন নোরা।  নোরার উচ্ছ্বাস নজর এড়ায়নি নেটিজেনদের। তার পরেই জল্পনা কল্পনার শুরু। তবে কী প্রেমে পড়েছেন নোরা ফতেহি! 

বলিউডপাড়ার এক ঘনিষ্ঠ সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম বলছে, নোরা মরক্কোয় ফুটবল ম্যাচ দেখতে যাওয়ায় সকলেরই চোখ কপালে উঠেছে।  আগেই শোনা যাচ্ছিল, এক ফুটবলারের সঙ্গে তিনি প্রেম করছেন। অনুমান, মরক্কোর ফুটবলার আশরফ হাকিমির সঙ্গেই প্রেম করছেন তিনি।  

এই বিষয়ে নোরা বা আশরাফ কেউই কিছু বলেননি।  কিন্তু নোরার ছবিতে আশরাফের প্রতিক্রিয়াই অনেক কিছু স্পষ্ট করে দিয়েছে।