গ্ল্যামার আর লাইট-ক্যামেরা-অ্যাকশনের চেনা জগৎ থেকে নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদহ এক্সপ্রেস’ দিয়ে রুপালি পর্দায় ফেরার কথা থাকলেও সেই প্রজেক্টটি এখন অনিশ্চয়তার মেঘে ঢাকা। তবে ক্যারিয়ারের এই স্থবিরতা নিয়ে বিন্দুমাত্র বিচলিত নন অভিনেত্রী; বরং দুই সন্তানের লালন-পালন আর ঘরকন্যার মাঝেই জীবনের নতুন অর্থ খুঁজে পেয়েছেন তিনি।
বিরাট কোহলি ও আনুশকা শর্মার বর্তমান সময় কাটছে মেয়ে ভামিকা ও ছেলে অকায়কে ঘিরেই। আগামী ফেব্রুয়ারিতে দুই বছরে পা রাখবে তাদের ছোট ছেলে অকায়। সন্তানদের পাপারাজ্জিদের ক্যামেরার ফ্ল্যাশ থেকে দূরে রাখতে গত দেড় বছর ধরে এই তারকা দম্পতি লন্ডনে বসবাস করছেন। নিভৃত প্রবাস জীবনে সন্তানদের কোলাহলেই মজে আছেন আনুশকা। অভিনয় জগতে ফেরার চেয়ে মা হিসেবে দায়িত্ব পালনই এখন তাঁর কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।
সম্প্রতি মেয়ে ভামিকার পঞ্চম জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি আবেগঘন বার্তা দিয়েছেন আনুশকা। সেখানেই তাঁর বর্তমান জীবনদর্শন ও অবস্থানের স্পষ্ট ইঙ্গিত মিলেছে। মাতৃত্ব কীভাবে তাঁর দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে, তা জানিয়ে তিনি লেখেন, “মাতৃত্বের সুখ আমার জীবনকে আমূল বদলে দিয়েছে। আমি এখন এমন কোনো ভূমিকা বা অবতারে আর ফিরে যেতে চাই না, যে রূপটিকে আমার সন্তান চেনে না।”
অভিনেত্রীর এমন মন্তব্য থেকে ভক্ত ও সমালোচকরা ধারণা করছেন, তিনি হয়তো খুব শিগগির অভিনয়ে ফিরছেন না। এমনকি পাকাপাকিভাবে বলিউড ছাড়ার গুঞ্জনও জোরালো হচ্ছে।
লন্ডনের প্রবাস জীবনে ঘরকন্নার পাশাপাশি আধ্যাত্মিক চর্চায়ও মনোনিবেশ করেছেন এই ‘বিরুশকা’ জুটি। মাঝেমধ্যেই তাঁদের দেখা যায় বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের দরবারে। সব মিলিয়ে, রুপালি পর্দার জৌলুস ছেড়ে সাধারণ জীবন ও ‘মা’ পরিচয়েই আপাতত থিতু হতে চাইছেন ‘জিরো’ খ্যাত এই অভিনেত্রী।




Comments