বছর দুয়েক আগে জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব ও চিকিৎসক সানিয়া এশার বিবাহবিচ্ছেদ ঘটে। তিন বছরের মাথায় তাদের সংসার ভেঙে যায়। সংসার ভাঙার পর আজ বুধবার (১৪ জানুয়ারি) সংগীতশিল্পী জেফার রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন রাফসান সাবাব। এ খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মনে প্রশ্ন কী করছেন রাফসানের সাবেক স্ত্রী সানিয়া এশা? এর আগে ২০২০ সালের অক্টোবরে এশার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন রাফসান।
এদিকে রাফসান সাবাবের সাবেক স্ত্রী সানিয়া এশার ফেসবুক প্রোফাইল সূত্রে জানা গেছে, কসমেটিক মেডিসিনের জগতে সাফল্যের সঙ্গে নিজের ক্যারিয়ার গড়ে তুলেছেন এশা। বর্তমানে বিশ্বমানের চিকিৎসাসেবা কেন্দ্র ‘এস্তে এসথেটিক হাসপাতাল’-এ কনসালট্যান্ট হিসেবে নিযুক্ত আছেন তিনি। গত বছরের ৩১ ডিসেম্বর দীর্ঘ আড়াই বছরের সফল কর্মজীবন শেষে এসথেটিক মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে কর্মজীবন শুরু করেন এশা।
সামাজিক মাধ্যমে এক পোস্টে নিজের সাফল্যের কথা জানান তিনি। পোস্টের ক্যাপশনে সানিয়া এশা লিখেছেন-আমি অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে জানাচ্ছি যে, আমি এস্তে এসথেটিক হাসপাতালে একজন এসথেটিক মেডিসিন কনসালট্যান্ট হিসেবে যোগদান করেছি।
তিনি বলেন, এস্তে মেডিকেল বাংলাদেশে আড়াই বছর কাটানোর পর এ অর্জনের মাধ্যমে জীবনের একটি নতুন অধ্যায় শুরু করলাম। এটি আমার জন্য আরও বেশি দায়িত্ব, পেশাগত উন্নয়ন এবং শেখার সুযোগ এনে দিয়েছে। পুরো যাত্রাজুড়ে ম্যানেজমেন্ট এবং শিক্ষাগুরুরা আমার ওপর আস্থা রেখেছেন ও উৎসাহ জুগিয়েছেন, এ জন্য আমি তাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ।




Comments