শাহিদ কাপুরের নতুন ছবি ‘ও রোমিও’-এর টিজার প্রকাশের পর থেকেই সিনেমাটি ঘিরে আলোচনা তুঙ্গে। সম্প্রতি ট্রেলার প্রকাশ্যে আসতেই বিপাকে পড়েন অভিনেতা। গুঞ্জন উঠেছে, মুম্বাইয়ের কুখ্যাত গ্যাংস্টার হুসেন উস্তরার চরিত্রে অভিনয় করেছেন শহিদ কাপুর। এই অভিযোগের জেরে প্রথমে আইনি নোটিশ, এবার মামলা দায়ের করলেন উস্তরার কন্যা সনোবর শেখ।
বলিউড হাঙ্গামার খবরে বলা হয়েছে, গত সপ্তাহে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা, পরিচালক বিশাল ভরদ্বাজ এবং অভিনেতা শহিদ কাপুরকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে দাবি করা হয়, ছবিটি হুসেন উস্তরাকে নেতিবাচকভাবে উপস্থাপন করতে পারে। ফলে অভিযোগের সুরাহা না হওয়া পর্যন্ত সিনেমাটির মুক্তি স্থগিত বা বাতিল করার অনুরোধ জানানো হয়েছে। এমনকি সেন্সর বোর্ডের ছাড়পত্রকেও চ্যালেঞ্জ জানানো হয়েছে।
এখানেই শেষ নয়, বিষয়টি নিয়ে আদালতে মামলাও দায়ের করা হয়েছে। ক্ষতিপূরণ হিসেবে দাবি করা হয়েছে ২ কোটি রুপি। আদালতের কাছে সনোবর শেখের আবেদন, অবিলম্বে এই সিনেমার প্রচার ও মুক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করা হোক।
আইনি নোটিশে বলা হয়েছে, ‘প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রকাশ্যে দাবি করা হচ্ছে, ছবিটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি এবং শহিদ কাপুরের চরিত্রটি হুসেন উস্তরার জীবনকাহিনির ওপর ভিত্তি করে নির্মিত। অথচ সিনেমা তৈরির সময় উস্তরার পরিবারের কোনো অনুমতি নেওয়া হয়নি, এমনকি সনোবর শেখের সঙ্গেও কোনো যোগাযোগ করা হয়নি। উপরন্তু কাল্পনিকভাবে অতিরঞ্জিত অপরাধমূলক ঘটনা দেখিয়ে তাঁর বাবার ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে, যা মানহানির শামিল।’
এই পরিস্থিতির মধ্যেই জানা গেছে, ছবিটির ট্রেলার লঞ্চ অনুষ্ঠান বাতিল করা হয়েছে। পিঙ্কভিলার প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তাজনিত কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এখন কবে ট্রেলার প্রকাশ পাবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।




Comments