সোনালি সময়ে জনপ্রিয় অভিনেত্রী জয়শ্রী কবীর মারা গেছেন। গত ১২ জানুয়ারি লন্ডনে রমফোর্ড নার্সিং হোমে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাগিনা জাভেদ মাহমুদ।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে লন্ডনে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন জয়শ্রী কবির।
১৯৬৯ সালে সত্যজিৎ রায়ের ‘প্রতিদ্বন্দ্বী’ চলচ্চিত্রের মাধ্যমে তার অভিষেক হয়। এরপর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে মিলে ৩০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন জয়শ্রী কবীর।
জয়শ্রীর কালজয়ী সিনেমা ‘সূর্যকন্যা’ মুক্তি পায় ১৯৭৫ সালে। প্রখ্যাত নির্মাতা আলমগীর কবীর পরিচালিত সিনেমাটি গত বছর ৫০ বছর পূর্তি উদ্যাপন করে।
কলকাতার মেয়ে জয়শ্রী রায় অভিনয় করতে ঢাকায় এসে গুণী পরিচালক আলমগীর কবিরকে বিয়ে করে ঢাকায় থিতু হন। বিয়ের পর তিনি জয়শ্রী কবির নামে পরিচিতি পান। আলমগীর কবিরের সাথে বিবাহ বিচ্ছেদের পর তিনি কলকাতাতে ফিরে যান। ১৯৮৯ সালের ২০ জানুয়ারি আলমগীর কবিরের মৃত্যুর পর পুত্রকে নিয়ে লন্ডনে চলে যান। সেখানে দীর্ঘদিন শিক্ষকতা পেশায় ছিলেন তিনি।
তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘সীমানা পেরিয়ে’, ‘রূপালী সৈকতে’, ‘নালিশ’, ‘সব্যসাচী’ ও ‘শহর থেকে দূরে’। এছাড়াও ১৯৭৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘অসাধারণ’ সিনেমায় কিংবদন্তি অভিনেতা উত্তম কুমারের বিপরীতে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন জয়শ্রী।
১৯৬৮ সালে মিস কলকাতা খেতাব অর্জন করেন তিনি। এছাড়া ১৯৭৫ সালে ‘সূর্যকন্যা’ সিনেমায় অভিনয় করে বাচসাস পুরস্কার লাভ করেন।




Comments