জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব দ্বিতীয়বার বিয়ের পর এবার নীরবতা ভাঙলেন তাঁর সাবেক স্ত্রী চিকিৎসক সানিয়া এশা। সাবেক স্বামীর বিয়ের দুই দিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নিজের ভবিষ্যৎ পরিকল্পনা ও অবস্থান স্পষ্ট করেছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) দেওয়া ওই পোস্টে নাম উল্লেখ না করে এশা জানান, অতীতের পরিচয় পেছনে ফেলে তিনি এখন নিজের জীবন, ক্যারিয়ার ও আত্মপরিচয় গড়ে তুলতেই মনোযোগী হতে চান।
পোস্টে তিনি লেখেন, বাংলাদেশের মানুষ ইতোমধ্যেই জানে বাস্তবতায় কী ঘটেছে এবং সত্যটা কী। তাই এ বিষয়ে আর নতুন করে কিছু বলার প্রয়োজন তিনি অনুভব করেন না। এই পর্যায়ে এসে তিনি আর কারও ব্যক্তিগত জীবন নিয়ে ভাবতে বা তাতে জড়াতে চান না বলেও উল্লেখ করেন। নিজের জীবনের কঠিন সময়ের কথা তুলে ধরে এশা জানান, মানসিক আঘাত ও নানা কষ্ট পেরিয়ে তিনি আজ নিজের জন্য কিছু অর্জন করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।
এশা আরও বলেন, এই পুরো পথচলায় পরিচিত-অপরিচিত অনেক মানুষের কাছ থেকে যে ভালোবাসা ও সমর্থন তিনি পেয়েছেন, তা তাকে গভীরভাবে স্পর্শ করেছে। প্রত্যেকের শুভকামনা ও উৎসাহের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পোস্টের শেষাংশে তিনি লেখেন, এখন তাঁর সম্পূর্ণ মনোযোগ নিজের জীবন ও ক্যারিয়ার গড়ে তোলায়। তিনি এমন একটি পরিচয় তৈরি করতে চান, যা কোনো কঠিন সময়ে বা বিপর্যয়ে তাকে একা করে দেবে না। অতীত পরিচয় বহন না করে তিনি শুধু একটি পরিচয়েই পরিচিত হতে চান ডা. এশা।
উল্লেখ্য, দীর্ঘ তিন বছর সংসার করার পর ২০২৩ সালের শেষ দিকে সানিয়া এশার সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন রাফসান সাবাব। তারা ২০২০ সালের অক্টোবরে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। সম্প্রতি রাফসান তাঁর দীর্ঘদিনের প্রেমিকা কণ্ঠশিল্পী জেফারের সঙ্গে দ্বিতীয়বার বিয়ে করেন।
মানবকণ্ঠ/আরআই




Comments