স্ট্রিমিং প্ল্যাটফর্ম পিককের নতুন সিরিজ পোনিজের শুটিং করতে গিয়ে গুরুতর দুর্ঘটনার কবলে পড়েছিলেন জনপ্রিয় হলিউড অভিনেত্রী এমিলিয়া ক্লার্ক। চারবার এমি মনোনয়ন পাওয়া এই অভিনেত্রী জানিয়েছেন, সিরিজের একটি অন্তরঙ্গ দৃশ্যের শুটিং করার সময় তার পাজরের হাড় ভেঙে গিয়েছিল। সম্প্রতি ‘দ্য র্যাপ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমিলিয়া ক্লার্ক তার এই চাঞ্চল্যকর অভিজ্ঞতার কথা জানান।
তিনি জানান, সিরিজটিতে ‘বিয়া’ নামক একটি চরিত্রে অভিনয় করতে গিয়ে তাকে প্রচুর শারীরিক চাপের মধ্য দিয়ে যেতে হয়েছে। শীতল যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই স্পাই-থ্রিলার সিরিজে বিয়া চরিত্রটি তথ্য সংগ্রহের জন্য একাধিক উচ্চপদস্থ কেজিবি কর্মকর্তাকে প্রলুব্ধ করে। এই ধরনের দৃশ্য ধারণের সময়ই দুর্ঘটনাটি ঘটে।
এমিলিয়া বলেন, “টানা কয়েকদিন অন্তরঙ্গ দৃশ্যের শুটিং করতে হয়েছিল। তেমনই একদিন শুটিং চলাকালীন আমার একটি পাঁজরের হাড় ভেঙে যায়।”
সিরিজটিতে এমিলিয়ার সহ-অভিনেত্রী হ্যালি লু রিচার্ডসন, যিনি আরেক সিআইএ এজেন্ট ‘টুইলা’ চরিত্রে অভিনয় করেছেন, তিনিও বিষয়টি নিশ্চিত করেছেন।
হ্যালি বলেন, “এমিলিয়ার পাঁজরের হাড় সত্যিই ভেঙেছিল। ও খুব সংবেদনশীল গড়নের, সম্ভবত সেই কারণেই এমনটা হয়েছে।”
এমিলিয়া জানান, আঘাত পাওয়ার পর তিনি চিকিৎসকের শরণাপন্ন হন। সেখানে তাকে বলতে হয়েছিল যে আঘাতটি ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়ের সময় লেগেছে। তবে পরে তিনি স্পষ্ট করেন যে, হাড়টি পুরোপুরি দ্বিখণ্ডিত হয়নি, বরং নিজের জায়গা থেকে কিছুটা সরে গিয়েছিল।
‘পোনিজ’ সিরিজের গল্প আবর্তিত হয়েছে ১৯৭৭ সালের মস্কোকে কেন্দ্র করে। বিয়া ও টুইলা মস্কোর মার্কিন দূতাবাসে সেক্রেটারি হিসেবে কর্মরত ছিলেন। কিন্তু তাঁদের স্বামীদের রহস্যজনক মৃত্যুর পর তাঁরা সিআইএ এজেন্ট হিসেবে ছদ্মবেশে গোপন অভিযানে নামেন।




Comments