Image description

ক’দিন আগে শোনা গিয়েছিল, মরক্কোর জাতীয় ফুটবল দলের খেলোয়াড় হাকিমির প্রেমে মজেছেন নোরা ফাতেহি। হাকিমি যেমন মাঠে দুর্দান্ত ফর্মে, তেমনই নোরাও অভিনয় ও নাচের মাধ্যমে নিজেকে আন্তর্জাতিক মঞ্চে ভালোভাবে প্রতিষ্ঠা করতে চাইছেন। জন্মসূত্রে তারা দুজনই মরক্কোর নাগরিক। যার সূত্র ধরে রটেছে হাকিমির সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন। হঠাৎ করে সেই আলোচনায় ছেদ পড়ল নোরাকে ঘিরে জন্ম নেওয়া নতুন প্রেমের গুঞ্জনে।

ভারতের একাধিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে, সংগীত ও চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজের কর্ণধার ভূষণ কুমারের সঙ্গে প্রেমের সম্পর্কে গড়ে উঠেছে। নেটিজেনদের কাছে থেকে উঠে এসেছে এই দাবি।

এর আগেও ২০২২ সালে তিন বছর আগেও একবার ভূষণ ও নোরার সম্পর্ককে ঘিরে কথা রটেছিল। সেই সময় চলচ্চিত্র সমালোচক উমের সান্ধু একটি  পোস্টে দাবি করেছিলেন, দুজনের সম্পর্ক টানা দুই বছর ধরে চলছে এবং বিষয়টি ভূষণের স্ত্রী দিব্যা খোসলা কুমারেরও অজানা নয়। তখন ভূষণ ও দিব্যার বিচ্ছেদ নিয়েও নানা গুজব ছড়িয়েছিল।

সম্প্রতি এক ইনফ্লুয়েন্সারের পোস্ট ঘিরে আবার নতুন করে শুরু হয়েছে ভূষণ ও নোরার প্রেমের গুঞ্জন। একটি পুরোনো রেডিট থ্রেড ঘিরেই এই গুঞ্জনের সূত্রপাত। কারণ সেই সেই থ্রেডে নোরা নিজে একটি মন্তব্য করেছিলেন, লিখেছিলেন ‘ওয়াও’। সঙ্গে চিল হাসির ইমোজি। সেই মন্তব্যের স্ক্রিনশট তুলে এক ব্যবহারকারী নতুন করে রেডিটে পোস্ট করেন, শিরোনাম দেন, ‘ভূষণ কুমারের সঙ্গে সম্পর্কের গুজবে একটি পোস্টে নোরার মন্তব্য।’ এরপর থেকেই শুরু নেটিজেনদের প্রতিক্রিয়া।