অভিনেত্রী তামান্না ভাটিয়া আবারও আলোচনার কেন্দ্রে, তবে এবার তার নাচ বা পর্দার উপস্থিতির জন্য নয়। আনুষ্ঠানিকভাবে নিজের জুয়েলারি প্রতিষ্ঠান ‘তামান্না ফাইন জুয়েলারি’-এর উদ্বোধন করেছেন তিনি। একটি ভিডিওর মাধ্যমে এই ব্র্যান্ডটির ঘোষণা দেওয়া হয়। তামান্নার পর্দার বাইরের ব্যক্তিগত স্টাইলই এই ব্যবসার মূল অনুপ্রেরণা বলে জানান তিনি।
নতুন এই উদ্যোগ সম্পর্কে অভিনেত্রী জানান, বিশেষ অনুষ্ঠানের পাশাপাশি দৈনন্দিন জীবনের জন্য পরিধানযোগ্য গয়নাকেই গুরুত্ব দিয়েছে এই ব্র্যান্ড, যা আরাম ও স্টাইল- দুটোরই ভারসাম্য বজায় রাখে। ফ্যাশন ম্যাগাজিন গ্রাজিয়া-কে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তামান্না ভাষ্য, গয়নার ব্যবসার সঙ্গে তার পারিবারিক সংযোগ বহুদিনের।
তিনি বলেন, ‘আমার বাবা ১৫ বছরেরও বেশি সময় ধরে গয়নার ব্যবসায় যুক্ত। একজন অভিনেতা হিসেবে আমাকে সবসময় প্রস্তুত থাকতে হয়-পোশাক, উপস্থিতি সবকিছুতেই। কিন্তু একটা সময়ে বুঝতে পারি, ফ্যাশনের নামে আমি আর অস্বস্তিকর কিছু পরতে চাই না। এমনও হয়েছে, এমন পোশাক পরেছি যেখানে শ্বাস নেওয়াই কষ্টকর ছিল এবং আমাকে অনুষ্ঠান ছেড়ে চলে যেতে হয়েছে। তখনই সিদ্ধান্ত নিই-অস্বস্তিকে কখনোই সাজসজ্জার অংশ বানাব না।’
নিজের পছন্দসই গয়না সম্পর্কে তামান্না আরও বলেন, ‘গত আড়াই বছরে আমি উজ্জ্বল সোনা, প্রাকৃতিক হীরা ও রত্নপাথরের দিকে বেশি ঝুঁকেছি-যেগুলো বাস্তব জীবনে আমাকে স্বচ্ছন্দ বোধ করায়। আমি স্বীকার করি, আমি একটু অলস প্রকৃতির মানুষ। তাই এমন গয়না চাই যা সহজে পরা যায়, দৈনন্দিন জীবনের সঙ্গে মানিয়ে যায়। কিন্তু বাজারে কেনাকাটা করতে গিয়ে আমার লাইফস্টাইলের সঙ্গে মানানসই গয়না খুব একটা পেতাম না।’ এই ‘অভাব’ থেকেই ‘তামান্না ফাইন জুয়েলারি’-র ধারণার জন্ম বলে জানান অভিনেত্রী।




Comments