চলচ্চিত্র থেকে আপাতত সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল এবং তার স্ত্রী অভিনেত্রী বর্ষা। ব্যবসায়িক চাপ ও সংকটের কারণে সিনেমায় কাজ না করে পুরো মনোযোগ ব্যবসায় দেওয়ার কথা জানিয়েছেন এই দম্পতি।
অভিনয়ের পাশাপাশি অনন্ত জলিল একজন গার্মেন্টস ব্যবসায়ী হিসেবেও পরিচিত। তবে বর্তমানে তার ব্যবসা ভালো অবস্থায় নেই। কর্মীসংখ্যা কমে আগের তুলনায় প্রায় এক-তৃতীয়াংশে নেমে এসেছে। এ পরিস্থিতিতে সিনেমা থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সম্প্রতি এক বক্তব্যে অনন্ত জলিল বলেন, “সিনেমা করলেও সিনেমার জন্য কখনো পাগল ছিলাম না। আমি মূলত একজন ব্যবসায়ী। ব্যবসা ভালো না থাকলে সিনেমায় মনোযোগ দিলে সামনে আরও কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে। যখন কোনো কাজে সংকট আসে, আমি সেটার দিকেই ফোকাস করি এটাই আমার চরিত্র।”
তিনি আরও বলেন, ব্যবসা স্থিতিশীল না হওয়া পর্যন্ত সিনেমায় ফেরার সিদ্ধান্ত আপাতত নেই। “ভালো সময় এলে তখন সিনেমা করব, না হলে করব না,” যোগ করেন তিনি।
দেড় যুগ আগে বড় পর্দায় অভিষেকের পর থেকে অনন্ত জলিল তার প্রায় সব ছবিতেই স্ত্রী বর্ষার সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন। এ বিষয়ে তিনি বলেন, “যখন সিনেমা করব, দুজন একসঙ্গেই করব। না করলে কেউই করব না। এটা আমাদের পেশা নয়, আমরা শখ থেকেই সিনেমা করি।”
বর্তমানে অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ‘নেত্রী দ্য লিডার’ ও ‘অপারেশন জ্যাকপট’ এই দুটি সিনেমার শুটিং এখনো পুরোপুরি শেষ হয়নি। এসব ছবির ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments