Image description

স্বামী–স্ত্রীর সম্পর্ক ও পারিবারিক আচরণ নিয়ে বলিউড অভিনেত্রী রানী মুখার্জির সাম্প্রতিক মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তীব্র বিতর্ক। একটি সাক্ষাৎকারে দেওয়া তার বক্তব্যকে অনেকেই বিতর্কিত ও আপত্তিকর বলে মনে করছেন। বলিউড হাঙ্গামাকে দেওয়া সাক্ষাৎকারে রানী মুখার্জি বলেন, প্রয়োজনে স্ত্রীদের উচিত স্বামীর সঙ্গে কথা বলার সময় উচ্চস্বরে প্রতিবাদ করা। তার এই মন্তব্য প্রকাশের পরপরই নেটদুনিয়ায় শুরু হয় আলোচনা ও সমালোচনা।

সাক্ষাৎকারে রানী আরও বলেন, একটি শিশুর মানসিকতা গড়ে ওঠে পরিবারের পরিবেশ দেখে। বিশেষ করে বাবা কীভাবে মায়ের সঙ্গে আচরণ করেন, সেটি সন্তানের ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গিতে গভীর প্রভাব ফেলে। তার মতে, সম্মানবোধের শিক্ষা পরিবার থেকেই শুরু হয়।

রানীর ভাষায়, যদি কোনো ছেলে দেখে তার মাকে ঘরে অবহেলা বা অসম্মান করা হচ্ছে, তাহলে সে বড় হয়ে অন্য নারীদের ক্ষেত্রেও একই আচরণকে স্বাভাবিক মনে করতে পারে। এ কারণে বাবাদের উচিত ঘরে স্ত্রীর সঙ্গে সম্মানজনক আচরণ করা।

এই প্রসঙ্গেই তিনি বলেন, বাবাদের মায়ের সঙ্গে চিৎকার করে কথা বলা উচিত নয়। তবে এমন পরিস্থিতি তৈরি হলে মায়েদের প্রতিবাদ জানানো এবং উচ্চস্বরে কথা বলার মাধ্যমেই পরিবর্তন আসতে পারে এই বক্তব্যই মূলত সমালোচনার কেন্দ্রে চলে আসে।

অনেক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী মন্তব্য করেছেন, সম্পর্কের মধ্যে চিৎকার বা গলা চড়ানো যে পক্ষই করুক না কেন তা কখনোই স্বাভাবিক বা গ্রহণযোগ্য হওয়া উচিত নয়। তাদের মতে, শান্ত, সম্মানজনক ও সংলাপনির্ভর যোগাযোগই সুস্থ দাম্পত্য সম্পর্কের ভিত্তি।

এদিকে বিতর্কের মাঝেই রানী মুখার্জি ব্যস্ত তার আসন্ন সিনেমা ‘মারদানি থ্রি’ এর মুক্তি নিয়ে। সিনেমাটিতে তাকে আবারও দেখা যাবে পুলিশ কর্মকর্তা শিবানি শিবাজি রায় চরিত্রে, যিনি নারীর বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিরুদ্ধে লড়াই করেন। ছবিটি মুক্তি পাবে আগামী ৩০ জানুয়ারি।

সূত্র: হিন্দুস্তান টাইমস  

মানবকণ্ঠ/আরআই