দীর্ঘ দেড় যুগের নির্বাসন শেষে দেশে ফিরে নির্বাচনি প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনৈতিক অঙ্গনে সক্রিয় এই সময়েই তাকে নিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন প্রকাশ করেছে একটি বিশেষ প্রতিবেদন। বুধবার (২৮ জানুয়ারি) প্রকাশিত ওই প্রতিবেদনে তারেক রহমানকে আখ্যা দেওয়া হয়েছে ‘Bangladesh’s Prodigal Son’ বা ‘বাংলাদেশের প্রত্যাবর্তিত সন্তান’ হিসেবে।
প্রতিবেদনটির এক পর্যায়ে সাক্ষাৎকারে নিজের পছন্দের সিনেমার কথা উল্লেখ করেন তারেক রহমান। তিনি জানান, তার প্রিয় সিনেমা হলো ‘এয়ার ফোর্স ওয়ান’, যা তিনি মোট আটবার দেখেছেন। নিজের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করতে গিয়ে সিনেমাটির একটি উদ্ধৃতিও ব্যবহার করেন তিনি।
টাইম ম্যাগাজিনে আরও বলা হয়, তারেক রহমান স্বভাবতই মৃদুভাষী ও অন্তর্মুখী। লন্ডনে অবস্থানকালে তার অবসর কাটত রিচমন্ড পার্কে হাঁটাহাঁটি, গভীর চিন্তা কিংবা ইতিহাসের বই পড়ার মধ্য দিয়ে। আদালতে বিতর্কের চেয়ে তিনি শুনতে ও পর্যবেক্ষণ করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
প্রতিবেদনে তাকে একজন তথ্যনির্ভর ও পরিকল্পনামুখী নীতিনির্ধারক হিসেবে তুলে ধরা হয়েছে। দেশের জলস্তর পুনরুদ্ধারে ১২ হাজার মাইল খাল খনন, ভূমি অবক্ষয় রোধে বছরে ৫ কোটি গাছ রোপণ, ঢাকার বায়ুদূষণ কমাতে ৫০টি নতুন সবুজ এলাকা তৈরির পরিকল্পনা রয়েছে তার। পাশাপাশি বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, প্রবাসী শ্রমিকদের দক্ষতা বাড়াতে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান পুনর্গঠন এবং স্বাস্থ্যসেবার চাপ কমাতে বেসরকারি হাসপাতালের সঙ্গে অংশীদারিত্বের কথাও প্রতিবেদনে উঠে এসেছে।
আরেক অংশে বলা হয়, তারেক রহমান অতীতের অভিযোগ বা ক্ষোভের কথা সামনে না এনে ভবিষ্যতের দিকে তাকিয়ে এগোতে চান। জনগণের ভাগ্য পরিবর্তনের দৃঢ় সংকল্প থেকেই তার রাজনৈতিক প্রত্যাবর্তন এ কথা বোঝাতে তিনি স্পাইডার-ম্যান সিনেমার একটি বিখ্যাত সংলাপ উদ্ধৃত করেন, “মহান শক্তির সঙ্গে আসে মহান দায়িত্ব।”
মানবকণ্ঠ/আরআই




Comments