Image description

ফিলিপাইনের মধ্যাঞ্চলে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা ৬৯ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা। আহত হয়েছেন আরও ১৫০ জনেরও বেশি।

সরকার জীবিতদের সন্ধান এবং বিদ্যুৎ ও পানি সরবরাহ পুনরুদ্ধারের জন্য সংস্থাগুলোকে তৎপর করেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। 

সেবুর প্রাদেশিক সরকার দুর্যোগ ঘোষণা করেছে এবং কর্মকর্তারা বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার এবং ক্ষতিগ্রস্তদের সাহায্য পৌঁছে দেয়ার জন্য কাজ করে যাচ্ছেন। 

ভূমিকম্পের পর আহতদের পাশাপাশি অন্যান্য রোগীদের হাসপাতালের বাইরে চিকিৎসা দেয়া হচ্ছে, কারণ আফটারশক এখনও চলছে বলে জানানো হয়। 

সিভিল ডিফেন্স কর্মকর্তা র‍্যাফি আলেজান্দ্রো সাংবাদিকদের বলেন, সেবু প্রদেশের উত্তরে বোগো শহরে, যা ভূমিকম্পটির কেন্দ্রস্থলের কাছাকাছি ছিল, সেখানকার একটি হাসপাতালে অসংখ্য আহত রোগীকে ভর্তি করা হয়েছে। 
   
প্রেসিডেন্ট ফার্ডিনান্ড মার্কোস জুনিয়র বেঁচে যাওয়া ব্যক্তিদের দ্রুত সহায়তার আশ্বাস দিয়ে বলেছেন, মন্ত্রিপরিষদ সচিবরা ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন এবং প্রিয়জনদের হারিয়েছেন এমন ব্যক্তিদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ভূমিকম্পে সেবুর উত্তরাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অঞ্চলের সান রেমিজিওকে দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করা হয়েছে। এতে উদ্ধার কার্যক্রম ও ত্রাণ বিতরণে এলাকাটি প্রাধান্য পাবে।

সান রেমিজিওর ভাইস মেয়র আলফি রেইনস বাস্তুচ্যুতদের জন্য খাবার ও পানি পাঠানোর আবেদন জানিয়েছেন। এর পাশাপাশি তল্লাশি ও উদ্ধারকাজের জন্য ভারী মেশিনপত্রও চেয়েছেন।

এর অঞ্চলের বোগো নগরীর হাসপাতালগুলো আহতদের দিয়ে ভরে উঠেছে বলে সিভিল ডিফেন্স বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন।

মঙ্গলবার স্থানীয় সময় রাত ১০ টার পর সেবু প্রদেশের উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে।
 
ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলো জানায়, মঙ্গলবারের ভূমিকম্পের গভীরতা প্রায় ১০ কিলোমিটার। ভূমিকম্পের পরে কোনো সুনামির হুমকি ছিল না।
 
এদিকে, আগ্নেয়গিরি সংস্থা জানায়, মঙ্গলবার ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পের পর থেকে কমপক্ষে ৬১১টি আফটারশক এই অঞ্চলে আঘাত হেনেছে।