
চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ট্রাম্পের ঘোষিত শতভাগ শুল্ককে কঠোরভাবে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শতভাগ শুল্কের বিষয়ে আমেরিকাকে কড়া হুঁশিয়ারি দিয়েছে চীন। রোববার এক বিবৃতিতে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, শুল্কারোপের হুমকি থেকে সরে না আসলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে চীন।
চীনা মুখপাত্র বলেন, “চীন বাণিজ্যযুদ্ধ চায় না, তবে ভয়ও পায় না।”
ট্রাম্পের শতভাগ শুল্কারোপকে যুক্তরাষ্ট্রের দ্বৈত নীতি বলেও অভিযোগ করেছে বেইজিং।
এর আগে, গত শুক্রবার চীনের গুরুত্বপূর্ণ খনিজ রপ্তানি সীমিত করার প্রতিশোধ হিসেবে চীনের ওপর শুল্ক বাড়ানোর ঘোষণা দেন ট্রাম্প। এই শুল্ক ১ নভেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। এছাড়াও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দক্ষিণ কোরিয়ায় বৈঠকের পরিকল্পনা বাতিলেরও হুমকি দেন ট্রাম্প।
Comments