Image description

ইরানের পেট্রোলিয়াম ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) রপ্তানিতে সহায়তার অভিযোগে ৫০টির বেশি প্রতিষ্ঠান, ব্যক্তি ও জাহাজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লঙ্ঘনকারী এই নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশ ও শ্রীলঙ্কাতেও চালান পৌঁছেছে। ভেসেল-ট্র্যাকিংয়ের তথ্য অনুযায়ী, বাংলাদেশে আসা একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙর অবস্থায় রয়েছে।

তবে এই নিষেধাজ্ঞা বাংলাদেশে এলপিজি ব্যবসায় তেমন প্রভাব পড়বে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (লোয়াব) সভাপতি আমিরুল ইসলাম বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, এই নিষেধাজ্ঞা দেশের এলপিজি সরবরাহে তেমন প্রভাব ফেলবে না।’

জানা গেছে, যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগীয় সংস্থা (অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল বা ওএফএসি) বৃহস্পতিবার নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। ওএফএসি জানায়, ইরানের ‘নগদ অর্থ প্রবাহ কমানো’ এবং ওয়াশিংটনের সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত গোষ্ঠীগুলোর অর্থায়ন বন্ধ করার বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, নিষেধাজ্ঞার আওতায় থাকা জাহাজ ও প্রতিষ্ঠানের মাধ্যমে ইরানের এলপিজির দুটি চালান বাংলাদেশে পৌঁছেছে। পাশাপাশি চলমান পরিবহন কার্যক্রম সম্পর্কেও উল্লেখ করা হয়েছে।