
ইউক্রেনকে 'টমাহক' ক্রুজ ক্ষেপণাস্ত্র রবরাহের কোনো পরিকল্পনা নেই বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক প্রতিবেদনে বিবিসি বলেছে, হোয়াইট হাউসে বৈঠক থেকে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি খালি হাতে ফিরে এসেছেন বলে মনে হচ্ছে।
শুক্রবার (১৭ অক্টোবর) বৈঠক শেষে জেলেনস্কি বলেছেন, তিনি এবং ট্রাম্প দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ে আলোচনা করেছেন। কিন্তু 'যুক্তরাষ্ট্র উত্তেজনা বৃদ্ধি চায় না' বলে এ বিষয়ে তিনি আর কিছু বলবেন না।
বৈঠকের পর ট্রাম্প আহ্বান জানিয়েছেন, কিয়েভ এবং মস্কো 'যেখানে আছে সেখানেই যেন থেমে যায়' এবং তারা যেন যুদ্ধ শেষ করে।
সম্প্রতি হোয়াইট হাউসের কর্মকর্তারা পশ্চিমাদের মাধ্যমে ইউক্রেনকে 'টমাহক' ক্ষেপণাস্ত্র সরবারহের ইঙ্গিত দিয়েছিলেন।
জেলেনস্কি বিশ্বাস করেন, রাশিয়ান তেল ও জ্বালানি স্থাপনাগুলোতে হামলা চালানোর জন্য টমাহক ব্যবহার করলে পুতিনের যুদ্ধকালীন অর্থনীতি মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়বে।
তবে ট্রাম্প বলেন, 'আশা করি তাদের এর প্রয়োজন হবে না, আশা করি আমরা টমাহকদের কথা না ভেবেই যুদ্ধ শেষ করতে পারব। আমি মনে করি আমরা এর (যুদ্ধবিরতি) মোটামুটি কাছাকাছি পৌঁছে গেছি।'
মার্কিন প্রেসিডেন্ট টমাহক অস্ত্রগুলোকে 'একটি বড় ব্যাপার' হিসাবে বর্ণনা করেন এবং বলেন, যুক্তরাষ্ট্রের নিজস্ব প্রতিরক্ষার জন্য এগুলো প্রয়োজন।
তিনি আরও বলেন, ইউক্রেনে টমাহক সরবরাহের অর্থ, সংঘাত আরও তীব্র হতে পারে। তবে সেগুলো পাঠানোর বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে।
Comments