Image description

থাইল্যান্ডের তত্ত্বাবধায়ক সরকার ২০২৬ সালের ২৯ মার্চ জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। একই দিনে সংবিধান প্রণয়ন এবং কম্বোডিয়ার সঙ্গে দুটি সীমান্ত চুক্তি বাতিল করা হবে কিনা, তা নিয়ে দুটি গণভোট অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার মাধ্যমে নিয়েছেন এবং শিগগিরই পার্লামেন্টে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন।

নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য নির্বাচন কমিশন ৯০০ কোটি বাথের (প্রায় ৩ হাজার ৩৫৭ কোটি ৫১ লাখ ৩ হাজার টাকা) বাজেট প্রস্তুত করেছে।

এর আগে জুন মাসে কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে থাইল্যান্ডের তৎকালীন প্রধানমন্ত্রী পায়েতংতার্ন সিনাওয়াত্রার একটি ফোনালাপ ফাঁস হওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে গত ২৯ আগস্ট থাইল্যান্ডের সাংবিধানিক আদালতের রায়ে পায়েতংতার্ন ক্ষমতা হারান। তিনি দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী ছিলেন এবং মাত্র এক বছর এই পদে ছিলেন।

পায়েতংতার্ন ক্ষমতাচ্যুত হওয়ার পর ৫ সেপ্টেম্বর সরকারি জোটের অন্যতম শরিক দল ভূমিজাই থাই পার্টির চেয়ারম্যান আনুতিন চার্নভিরাকুল পার্লামেন্টের এমপিদের ভোটে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হন।