লেবাননের দক্ষিণাঞ্চলে গত মঙ্গলবার হামলা চালিয়ে দুই হিজবুল্লাহ সদস্যকে হত্যা করেছে ইসরাইলি সেনাবাহিনী। বুধবার ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে এ এ তথ্য জানিয়েছে। এদিকে জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননের দক্ষিণে বারবার হামলা চালিয়ে আসছে ইসরাইল।
ইসরাইলি সেনাবাহিনী বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার তারা দক্ষিণ লেবাননের বিনতে জেবেইল এবং ব্লিদা এলাকায় হামলা চালিয়ে দুই হিজবুল্লাহ সদস্যকে হত্যা করেছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, বিনতে জেবেইলে নিহত হিজবুল্লাহ সদস্য গোষ্ঠীটির সামরিক সক্ষমতা পুনর্গঠনে সম্পৃক্ত ছিল। ইসরাইলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের ফলে মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে গোষ্ঠীটি।
আরো জানানো হয়, ব্লিদায় নিহত হিজবুল্লাহ সদস্য ইসরাইলি সামরিক বাহিনী সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ করছিল।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল মঙ্গলবার রাতে দক্ষিণ লেবাননের আইন আল-হিলওয়েহ ক্যাম্পে ইসরাইলি হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হওয়ার একদিন পর ইসরাইলি সেনাবাহিনীর এই ঘোষণা এলো।
তবে, ইসরাইলি সেনাবাহিনীর দাবি— তারা ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের একটি প্রশিক্ষণ কম্পাউন্ড লক্ষ্য করে হামলা চালিয়েছে।
অন্যদিকে লেবাননের ফিলিস্তিনি শিবিরে কোনো সামরিক স্থাপনা থাকার কথা অস্বীকার করেছে হামাস এবং ইসরাইলি দাবিকে মিথ্যা হিসেবে উড়িয়ে দিয়েছে তারা।




Comments