গৃহযুদ্ধে জর্জরিত সুদানের মধ্যাঞ্চলে তীব্র অপুষ্টি ও খাদ্য সংকটে গত এক মাসে অন্তত ২৩টি শিশুর মৃত্যু হয়েছে। দেশটির সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনীর (আরএসএফ) মধ্যে চলমান সংঘাত এবং দীর্ঘ অবরোধের জেরে কর্দোফান অঞ্চলে এই মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।
‘সুদান ডক্টরস নেটওয়ার্ক’ জানিয়েছে, গত ২০ অক্টোবর থেকে ২০ নভেম্বরের মধ্যে দক্ষিণ কর্দোফানের অবরুদ্ধ শহর কাদুগলি ও দিল্লিং-এ এসব শিশুর মৃত্যু হয়। সংস্থাটির মতে, আরএসএফ-এর দীর্ঘ অবরোধের কারণে ওই এলাকায় খাদ্য ও জরুরি ওষুধ প্রবেশ করতে পারছে না। ফলে তীব্র অপুষ্টি ও চিকিৎসাসামগ্রীর অভাবে শিশুরা প্রাণ হারাচ্ছে।
নভেম্বরের শুরুতেই কাদুগলি শহরে আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ ঘোষণা করা হয়েছিল। মাসের পর মাস ধরে আরএসএফ শহরটি অবরুদ্ধ করে রাখায় হাজারো মানুষ এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। চিকিৎসক ও মানবাধিকারকর্মীরা বলছেন, কর্দোফান অঞ্চলে এই ২৩ শিশুর মৃত্যু দেশটির দ্রুত অবনতিশীল মানবিক পরিস্থিতির ভয়াবহ চিত্র তুলে ধরেছে।
প্রসঙ্গত, ২০২৩ সালের এপ্রিলে সুদানের সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং আরএসএফ প্রধান জেনারেল মোহামেদ হামদান দাগালোর মধ্যে ক্ষমতার লড়াই শুরু হয়, যা পরে পুরো দেশে রক্তক্ষয়ী গৃহযুদ্ধে রূপ নেয়।
জাতিসংঘের তথ্যমতে, প্রায় ৩০ মাস ধরে চলা এই সংঘাতে এ পর্যন্ত ৪০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। তবে আন্তর্জাতিক সংস্থাগুলোর ধারণা, প্রকৃত মৃতের সংখ্যা আরও অনেক বেশি। যুদ্ধের কারণে ১ কোটি ৪০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং দেশটির একটি বড় অংশ এখন ভয়াবহ দুর্ভিক্ষের কবলে পড়েছে।




Comments