Image description

আগামী ২০২৬ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে দক্ষিণ আফ্রিকাকে আমন্ত্রণ না জানানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে আফ্রিকান এই দেশটির জন্য সব ধরনের মার্কিন অর্থ সহায়তা ও ভর্তুকি অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছেন তিনি।

নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে ট্রাম্প লেখেন, “দক্ষিণ আফ্রিকার আচরণ প্রমাণ করেছে যে তারা কোনো আন্তর্জাতিক জোটের সদস্যপদ পাওয়ার যোগ্য নয়। তাই আমার নির্দেশে আগামী বছর ফ্লোরিডার মায়ামিতে অনুষ্ঠেয় সম্মেলনে তারা আমন্ত্রণ পাবে না।”

জি-২০ জোটের ২০ বছরের ইতিহাসে এই প্রথম কোনো সদস্য দেশকে সরাসরি সম্মেলন থেকে বাদ দেওয়ার নজির সৃষ্টি হতে যাচ্ছে। ট্রাম্পের এই ঘোষণার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। তিনি একে ‘দুঃখজনক’ আখ্যা দিয়ে বলেন, “দক্ষিণ আফ্রিকা একটি সার্বভৌম গণতান্ত্রিক দেশ। বৈশ্বিক প্ল্যাটফর্মে আমাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলাকে আমরা সম্মান করি না।”

এদিকে, দক্ষিণ আফ্রিকাকে বাদ দিয়ে পোল্যান্ডকে সম্মেলনে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। পোল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের উষ্ণ সম্পর্ক এবং দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে তাদের জি-২০ জোটে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনায় রয়েছে।