Image description

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে ‘ভিত্তিহীন ও অযৌক্তিক’ মামলা দায়ের করায় বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার সাবেক আইনজীবী আলিনা হাবাকে ১০ লাখ ডলার জরিমানা করা হয়েছে। একটি ফেডারেল আপিল আদালত এই জরিমানা বহাল রেখেছে, জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

তিন বিচারকের সমন্বয়ে গঠিত আদালত মন্তব্য করেছে, প্রেসিডেন্ট ও তার আইনজীবী হিলারি ক্লিনটনসহ রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে যে মামলা করেছিলেন, তা সম্পূর্ণ ফ্রিভোলাস বা ভিত্তিহীন।

এর আগে ২০২৩ সালে একটি ডিস্ট্রিক্ট কোর্টও একই মামলাটি খারিজ করে দিয়েছিল এবং জানিয়েছিল, মামলা করা হয়নি ন্যায্য উদ্দেশ্যে। আপিল বেঞ্চের রায় অনুযায়ী, ডিস্ট্রিক্ট কোর্ট জরিমানা আরোপে কোনো ক্ষমতার অপব্যবহার করেনি এবং প্রেসিডেন্টের আইনগত যুক্তি দুর্বল ছিল। রায়টি লিখেছেন প্রধান বিচারপতি উইলিয়াম প্রাইয়ার জুনিয়র, সঙ্গে যুক্ত হয়েছেন দুই সহ-নির্ধারক বিচারপতি অ্যান্ড্রু ব্রাশার ও এম্ব্রি কিড।

প্রেসিডেন্টের আইনজীবী দলের একজন মুখপাত্র জানিয়েছেন, বিষয়টি তারা ‘ন্যায্য ও সঠিক ফল পর্যন্ত’ অনুসরণ করবেন।

আলিনা হাবা, যিনি ট্রাম্পের ইলেকশন-পূর্বকালীন আইনজীবী ছিলেন, পরে নিউ জার্সির ভারপ্রাপ্ত মার্কিন অ্যাটর্নি হিসেবে নিয়োগ পান। তবে এই বছরের আগস্টে এক ফেডারেল বিচারক বলেছেন, হাবা বৈধ ক্ষমতা ছাড়াই দায়িত্ব পালন করেছিলেন।