বাংলাদেশের জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা ও পাকিস্তানের করাচির মধ্যে পুনরায় সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে। সপ্তাহে তিন দিন এই রুটে ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বুধবার পাকিস্তানের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসেইন খান। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভি এ খবর প্রকাশ করেছে।
সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে এক প্রশ্নের জবাবে হাইকমিশনার বলেন, "আমরা পাকিস্তানের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে যাচ্ছি। আমাদের জাতীয় এয়ারলাইনস সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে।"
ফ্লাইট চলাচলের রুট সম্পর্কে তিনি স্পষ্ট করেন যে, ভারতীয় বিমান যেভাবে বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করে, ঠিক একইভাবে বিমান বাংলাদেশের ফ্লাইটগুলোও ভারতের আকাশসীমা ব্যবহার করেই পাকিস্তানে যাতায়াত করবে।
তবে পাকিস্তানের কোনো এয়ারলাইনস এখনই ঢাকায় ফ্লাইট পরিচালনা করতে পারছে না। জিও টিভির প্রতিবেদন অনুযায়ী, ভারতের আকাশসীমা ব্যবহারে পাকিস্তানের ওপর নিষেধাজ্ঞা থাকায় দেশটির এয়ারলাইনসগুলোর জন্য এই রুটে ফ্লাইট পরিচালনা করা জটিল।
অনুষ্ঠানে ইকবাল হুসেইন খান দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাণিজ্য ও যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যের অপার সম্ভাবনা থাকলেও সীমিত প্রবেশাধিকার ও সীমান্ত সংক্রান্ত বিধিনিষেধ অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।




Comments