Image description

পাকিস্তানের ক্ষমতার বলয়ে নিজের অবস্থান আরও নিরঙ্কুশ করলেন দেশটির সেনাপ্রধান আসিম মুনির। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি তাকে পাঁচ বছরের জন্য দেশের প্রথম ‘চিফ অব ডিফেন্স ফোর্সেস’ (সিডিএফ) হিসেবে নিয়োগ দিয়েছেন। একইসঙ্গে তাকে ‘ফিল্ড মার্শাল’ খেতাব প্রদান করা হয়েছে, যা দেশটির ইতিহাসে বিরল ঘটনা।

বৃহস্পতিবার পাকিস্তানের প্রেসিডেন্টের কার্যালয় থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে নিশ্চিত করা হয় যে, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সুপারিশক্রমেই এই নিয়োগ অনুমোদন করা হয়েছে। এর ফলে জেনারেল মুনির এখন একাধারে চিফ অব আর্মি স্টাফ (সিওএএস) এবং নবগঠিত চিফ অব ডিফেন্স ফোর্সেস (সিডিএফ)-এর দায়িত্ব পালন করবেন।

গত সপ্তাহেই সেনাপ্রধান হিসেবে আসিম মুনিরের তিন বছরের মেয়াদ পূর্ণ হয়েছিল। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, মুনিরের হাতে একচ্ছত্র ক্ষমতা তুলে দেওয়া নিয়ে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কিছুটা দ্বিধা ছিল বলে গুঞ্জন রটেছিল। তবে শেষ পর্যন্ত সব জল্পনার অবসান ঘটিয়ে তাকেই এই শীর্ষ পদে আসীন করা হলো।

মূলত পাকিস্তানের সামরিক বাহিনীর কমান্ডকে আরও কেন্দ্রীভূত ও শক্তিশালী করতে গত মাসে পাস হওয়া সংবিধানের ২৭তম সংশোধনীর মাধ্যমে এই ‘সিডিএফ’ বা প্রতিরক্ষা বাহিনীর প্রধান পদটি সৃষ্টি করা হয়।

উল্লেখযোগ্য বিষয় হলো, পাকিস্তানের ইতিহাসে জেনারেল আইয়ুব খানের পর আসিম মুনিরই দ্বিতীয় ব্যক্তি, যিনি ফিল্ড মার্শাল খেতাব পেলেন। ১৯৬৫ সালে ভারতের সঙ্গে যুদ্ধে নেতৃত্ব দেওয়ার পর আইয়ুব খান এই মর্যাদা পেয়েছিলেন।

এদিকে, একই আদেশে পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল আহমাদ বাবর সিধুর মেয়াদও দুই বছর বাড়ানো হয়েছে, যা আগামী বছরের ১৯ মার্চ থেকে কার্যকর হবে।