যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার পুনর্গঠন ও মানবিক সংকট মোকাবিলায় ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে চীন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ফিলিস্তিন কর্তৃপক্ষের বরাতে আরব নিউজ এ তথ্য জানিয়েছে।
বেইজিংয়ে সফররত ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এই সহায়তার ঘোষণা দেন। এই ঘোষণার পরপরই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, চিঠিতে মাহমুদ আব্বাস পশ্চিম তীর ও গাজায় ইসরায়েলি দখলদারিত্বের প্রভাব মোকাবিলা এবং ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় চীনের বলিষ্ঠ ভূমিকার প্রশংসা করেন।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট শি জিনপিং ফিলিস্তিন সমস্যার একটি পূর্ণাঙ্গ, ন্যায়সংগত ও স্থায়ী সমাধানের লক্ষ্যে ফ্রান্সের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বৈশ্বিক পরিবর্তনের মধ্যেও দুই দেশের কৌশলগত দৃষ্টিভঙ্গি ও পারস্পরিক সমর্থন বজায় রাখার ওপর জোর দেন।
উল্লেখ্য, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ বর্তমানে তিন দিনের রাষ্ট্রীয় সফরে চীনে অবস্থান করছেন। এর আগে গত সেপ্টেম্বরে নিউইয়র্কে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে যৌথভাবে ‘দ্বি-রাষ্ট্র সমাধান’ ও ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির পক্ষে সমর্থন আদায়ে একটি উচ্চপর্যায়ের সম্মেলনের আয়োজন করেছিলেন তিনি।




Comments